প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১১:৩৪ এএম
সুর সম্রাজ্ঞী কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি`র জন্মদাত্রী প্রয়াত মা উজালা বেগমের স্মরণে দুই দিনব্যাপী `মায়ের মেলা` আয়োজন করতে যাচ্ছেন। মেলাটি মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাউল কমপ্লেক্সের মধুমঞ্চে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু, চলবে ১ অক্টোবর পর্যন্ত।
গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রয়াত হন মমতাজ বেগমের রত্নগর্ভা মুকুট অর্জনকারী মা উজালা বেগম। একজন মমতাজের আজকের মমতাজ হয়ে ওঠার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার `গরবিনী মা` সম্মাননাপ্রাপ্ত মা উজালা বেগমের। সেই মাকে হারিয়ে অনেকটাই একা হয়ে পড়েছেন মমতাজ।
প্রয়াত বাবা আলহাজ্ব মধু বয়াতির স্মরণে নিয়মিত মধু মেলার আয়োজনের পর এবার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকিতে আয়োজন করতে যাচ্ছেন `মায়ের মেলা।`
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, `মায়ের স্মৃতিকে স্মরণে রেখে মেলার নাম রেখেছি `মায়ের মেলা।` এ মেলায় দেশ-বিদেশের অনেক সম্মানিত বাউল শিল্পীরা অংশগ্রহণ করে বাউল সংগীত ও ভাব-বিচ্ছেদ গান পরিবেশন করবেন। মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়ে সুন্দর ও স্বার্থক করতে সহযোগিতা কামনা করেন তিনি।`
এসএএস