• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‍‍`ডেডপুল ৩‍‍`-এ ‍‍`উলভারিন‍‍` চরিত্রে ফিরছেন হিউ জ্যাকম্যান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১১:০৯ এএম

‍‍`ডেডপুল ৩‍‍`-এ ‍‍`উলভারিন‍‍` চরিত্রে ফিরছেন হিউ জ্যাকম্যান

বিনোদন ডেস্ক

মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র উলভারিন। আবারো উলভারিন চরিত্রে ফিরছেন অভিনেতা হিউ জ্যাকম্যান। ‍‍`ডেডপুল ৩‍‍` ছবিতে হবে তাঁর রাজকীয় প্রত্যাবর্তনের খবরটি জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক ও চিত্রনাট্যকার রায়ান রেনল্ডস। ‍‍`উলভারিন‍‍` জ্যাকম্যানের প্রত্যাবর্তনের খবর পেয়ে উচ্ছ্বসিত মার্ভেল-প্রেমীরা।

রেনল্ডস বলেন, ‍‍`মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশের জন্য আমরা বিশেষ কিছু করতে চাই। ডেডপুল নিশ্চয়ই দারুণ কিছু করবে।‍‍` এমন সময় তার পেছনে দেখা যায় হিউ জ্যাকম্যানকে।

পাঁচ বছর পর আবারো চেনা চরিত্রে ফিরছেন হলিউড তারকা। তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। ২০১৭ সালের ‍‍`লোগান‍‍` সিনেমাতে শেষ বার জ্যাকম্যানকে উলভারিন হিসাবে দেখা যায়। সিনেমার শেষে মৃত্যু হয়েছিল উলভারিনের।  জ্যাকম্যানকে ফের উলভারিন হিসাবে দেখা যেতে পারে বলে অনেকেই ভাবছিলেন। টিজারেও ডেডপুলের মুখোশের সঙ্গে উলভারিনকে দেখা গেছে। ফলে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে উলভারিন চরিত্রটি আবার বড় পর্দায় দেখা যাবে।

 

এসএএস

আর্কাইভ