• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাবারা কখনও শো অফ করে না: শাকিব খান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৯:৪০ পিএম

বাবারা কখনও শো অফ করে না: শাকিব খান

বিনোদন প্রতিবেদক

বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! বলে নিজের আবেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানের জন্মদিন উপলক্ষে একটি স্ট্যাটাস দেন ঢালিউড সুপারস্টার।

স্টাটাসে শাকিব লিখেছেন ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়!  তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।’

শাকিব ভালোবাসার ইমোজি দিয়ে আরও লিখেছেন ‘শুভ জন্মদিন রাজকুমার’। এছাড়া আব্রাম খান জয়ের দুটি ছবিও শেয়ার করেন তিনি।

এদিকে ছেলে আব্রামের জন্মদিন নিয়ে অভিনেত্রী অপু বিশ্বাসও তার ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের জন্মদিনে কয়েকটি লাইন লিখে শেয়ার করেছেন। জয়ের পুরোনো ছোট্টবেলার ছবি শেয়ার করে অপু লিখেছেন,

‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে

আমার কোল আলো করে এসেছো

অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা

আরো বড় হও মানুষের মত মানুষ হও

দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো

অনেক আশীর্বাদ তোমার জন্য অনেক বড় হও ভালো থেকো

শুভ জন্মদিন’

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করেন। শাকিব আর অপু দম্পত্তির বিচ্ছেদের পর থেকেই মায়ের সঙ্গে থাকেন জয়। তাই নিজের জন্মদিনে বাবা-মাকে একসঙ্গে নিয়ে কেক কাটার সুযোগ কখনও পায়নি জয়।

 

এআরআই

আর্কাইভ