• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আবারও গান রিলিজ করছেন এল কে লাবনী

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৯:১২ এএম

আবারও গান রিলিজ করছেন এল কে লাবনী

বিনোদন ডেস্ক

আবারও নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী এল কে লাবনী। ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর সঙ্গে এবারের গানটি করেছেন বলে জানান শিল্পী নিজেই। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘টাঙ্গাইলের পোলা’ নামক গানটি রিলিজ হবে।

গানটির গীতিকার হামিদ খান। আর সুর করেছেন এসকে শানু। গানটি রেকর্ড করেছে ‍‍`রজনীগন্ধা মিউজিক‍‍`।

টাংগাইল জেলার নাগরপুর এলাকার মেয়ে সংগীতশিল্পী এল কে লাবনী বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, যারা আমার গান শুনেন তারা বাংলা গান বেশি শুনার চেষ্টা করবেন। আমি আমার সংগীতপ্রেমী বাবাকে দেখে শিল্পী হয়ে ওঠার চেষ্টা করি। আমার বাবা গান খুব ভালোবাসতেন। তিনি শিল্পী ছিলেন না তবে গান খুব ভালোবাসতেন। আমার বয়স যখন আট বছর তখন বাবাকে দেখেই আমার গান শেখা এবং আজকে শিল্পী হতে পেরেছি।’

এই শিল্পী সাধারণত ফোক এবং মৌলিক গান করেন। গানের পাশাপাশি সংসার জীবনও খুব সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে চলছেন তিনি। এল কে লাবনী বর্তমানে ঢাকার রামপুরা এলাকায় থাকেন।

ভবিষ্যৎ সম্পর্কে এ সংগীতশিল্পী জানান, গান নিয়ে সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার খুব ইচ্ছে রয়েছে তার।

 

আর্কাইভ