• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তৃতীয় স্বামী মেহেদীর সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন কণ্ঠশিল্পী ন্যানসি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ১২:৫৮ এএম

তৃতীয় স্বামী মেহেদীর সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন কণ্ঠশিল্পী ন্যানসি

আদালত প্রতিবেদক

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। পারিবারিক আয়োজনে গত বছর বিয়ে করেন গীতিকার মহসিন মেহেদীকে। ন্যানসির তৃতীয় বিয়ে এটি। দ্বিতীয় সংসার ভাঙনের আগেই জায়েদের সঙ্গে ন্যানসির সংসার জীবন ভালো যাচ্ছে না বলে শোবিজে গুঞ্জন উঠে। এর কিছুদিন পরই প্রকাশ্যে আসে তাদের বিচ্ছেদের কথা। তারপর সম্পর্কে জড়ান বর্তমান স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে।

অনেকের কৌতুহল ছিল, মেহেদীর সঙ্গে ন্যানসির কিভাবে পরিচয় ও সম্পর্ক হয়। এবার সে কথাই জানালেন ন্যানসি। ন্যানসি বলেন, ‘অনেকেই জানতে চান আমার সঙ্গে মেহেদীর প্রেমের শুরু কিভাবে? আমি শুধরে দিয়ে বলি, আমাদের মধ্যে প্রেম ছিল না। তবে যখন বিয়ে হবে এমন কানাঘুষা চলছে তখন উপলব্ধি করলাম আমি এই নিপাট ভদ্রলোকটিকে ভালোবাসি। দিনে দিনে ভালোবাসা কমেনি বরং বেড়েছে। উনি যে শুধু এতো সুন্দর করে গুছিয়ে কথা বলেন তাই নয়, ঝগড়ার সময়ও উনি শুদ্ধ বাংলায় একটিও আপত্তিকর শব্দ ব্যবহার না করে মাত্র গোটা দুয়েক বাক্য বলে আমার আপাদমস্তক জ্বালিয়ে দিতে পারেন। এমন মিষ্টি দুষ্টু লোককে কি ভালো না বেসে থাকা যায়।’

ন্যানসি আরও বলেন, ‘ওনার মেজাজ কদাচিৎ খারাপ হয়। হাতে গোনা ওই কটা দিন বাদ দিলে উনি প্রায়ই মাঝরাতে আবেগে থরথরে কণ্ঠে আমার উদ্দেশ্যে গান শোনান। অবশ্যই সবই প্রেমের গান। বাংলা চলচ্চিত্রের প্রায় সব রোমান্টিক গান উনার জানা (কারণ প্রচুর প্রেম করতে হলে প্রচুর কালজয়ী প্রেমের গান জানতে হয়)।’

স্বামীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘যাই হোক, ভদ্র লোকটির লেখলির গাঁথুনি যেমন অসাধারণ তেমনি উনার কণ্ঠের বলিষ্ঠতাও কানে লেগে থাকার মত। অবশ্য আমি যেভাবে ওনার প্রতি মুগ্ধ হয়ে ভালোবাসায় ডুবে পঁচে একাকার হয়ে গেছি, তাতে মনে হয় উনি যদি কখনো আমার সামনে নাকের সর্দি ঝাড়েন সেটাও মনে হবে মনোমুগ্ধকর দৃশ্য।’

স্বামীর সঙ্গে দ্বৈত একটি গানের কণ্ঠ দিয়েছেন ন্যানসি। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার মনে হলো সংসার জীবনে ও সংগীত জীবনে (উনার লেখা, আমার কণ্ঠ) যুগলবন্দি হয়েছি আগেই, এবার সহ কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করলে মন্দ কি! বাংলা চলচ্চিত্রের দারুন জনপ্রিয় একটি গান গত রাতে স্বামী-স্ত্রী মিলে গেয়ে ফেললাম। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। গানটির শিরোনাম আপাতত অজানা থাকুক। কারণ আমি চাই আমার মত আপনারাও আমাদের ডুয়েট গানটি প্রকাশের জন্য অপেক্ষায় থাকুন।’

উল্লেখ্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন‌্যান‌সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। আর গত বছর আগস্টে মহসিন মেহেদীর সঙ্গে ঘর বাঁধেন ন্যানসি।

 

এআরআই

আর্কাইভ