• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জ্যাকলিন ফার্নান্দেজকে আবারও পুলিশের তলব

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৮:০৯ পিএম

জ্যাকলিন ফার্নান্দেজকে আবারও পুলিশের তলব

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক

আবারও জিজ্ঞাসাবাদের জন্য জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ তলব করেছে দিল্লি পুলিশ। সম্প্রতি ২১৫ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে তার নাম উঠে এসেছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তাকে তলব করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। সোমবারও (১২ সেপ্টেম্বর) তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কারণ দেখিয়ে নির্ধারিত সময়ে আসেননি তিনি। এরপর তাকে আবারও তলব করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

আর আগে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে ২৯ আগস্ট দিল্লি পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল জ্যাকলিনের। কিন্তু সেই সমনও তিনি এড়িয়ে যান। এর পরেই নতুন সমন জারি করা হয়। এছাড়া দিল্লির পাটিয়ালা কোর্ট থেকেও জ্যাকলিনকে ডেকে পাঠানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর সেখানে তার হাজিরা দেওয়ার কথা।

এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ— প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে ৭ কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

 

এআরআই

আর্কাইভ