• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘রাজ্যের সঙ্গে প্রথম দেখা’

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৫:০৯ এএম

‘রাজ্যের সঙ্গে প্রথম দেখা’

বিনোদন ডেস্ক

নতুন রাজ্য পেয়েছে শরীফুল রাজ ও পরীমনি। আস্তে আস্তে বড় হচ্ছে সে রাজ্য। তাতে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে তারকা দম্পতির ঘরে। এবার রাজ-পরীর সেই রাজ্যকে দেখতে এসেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আদর করে কোলে তুলে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ছবি পোস্ট করেছেন মিম। ছবিটর ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্যের সঙ্গে প্রথম দেখা।’
 

গত ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির এটি প্রথম সন্তান। পুত্রের নাম রেখেছেন রাজ্য। আর রাজ্যকে দেখতে পরীমনির বাসায় গিয়েছিলেন মিম। আর সেই সময়ে এভাবে ফ্রেমবন্দি হন তিনি। মিমের পোস্ট করা এ ছবিতে লাভ ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন পরীমনিও।

পুত্র রাজ্যকে নিয়ে বাসায় ফেরার পর শোবিজ অঙ্গনের অনেকে গিয়েছিলেন পরীমনির বাসায়। এ তালিকায় রয়েছেন—চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ, সাইমন সাদিক প্রমুখ।

গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমনির বনানীর বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হন পরিচালক রেদওয়ান রনি।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন। যদিও এমন গুঞ্জন আগে থেকেই ছিল। কিন্তু সেই গুঞ্জন থামিয়ে দিয়ে গত ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়ার খবর জানান।

জেডআই/

আর্কাইভ