• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নুসরাতকে নিয়ে স্বামী নিখিলের স্মৃতিচারণ

প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৭:৪৪ পিএম

নুসরাতকে নিয়ে স্বামী নিখিলের স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক

টালিগঞ্জের এখন সবচেয়ে আলোচিত টপিক অভিনেত্রী নুসরাতের মা হওয়ার বিষয়টি। অভিনেত্রী কার সন্তানের মা হচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন। তবে স্বামী নিখিলের দাবি সন্তান তাদের নয়। যার কারণে সন্তানের বাবা ধরা হচ্ছে নুসরাতের বর্তমান প্রেমিক অভিনেতা যশকে। তবে নুসরাতের এমন কাণ্ড মেনে নিতে পারেননি তার বর্তমান স্বামী নিখিল। তাই নিজেদের পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা যায় তাকে।   

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিখিল তাদের পুরনো একটি সেলফি পোস্ট করেছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ‘এসব স্মৃতি আমার মুখে হাসি এনে দেয়। আমার জীবনে যাই ঘটুক না কেন।এরপর থেকেই রটেছে নুসরাতের মা হওয়ার খবরে ভেঙে পড়েছেন তিনি।

২০১৯ সালের জুন মাসে তুরস্কের বদরাম শহরে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেন নিখিল নুসরাত। এরপর তারা দুজনেই সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন। তবে গত বছর থেকে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই এখন আর একসঙ্গে থাকছেন না তারা।

এর মধ্যেইএসওএস কলকাতাসিনেমার শুটিংয়ের সময় টলিউড তারকা যশ দাশগুপ্তের প্রেমে পড়েন নুসরাত। এর আগে নিজের বর্তমান স্ত্রীর অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নিখিল এক সাক্ষাৎকারে বলেন, ‘ প্রসঙ্গে আমি কিছুই জানি না। তার সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক নেই। থেকেই প্রমাণ হয়, নুসরাতের সন্তান আমার নয়।

মা হওয়ার খবর প্রকাশ হওয়ার পর বিভিন্ন সমালোচনা হলেও সেদিকে নজর দিচ্ছেন না নুসরাত। বরং নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। সামাজিক মাধ্যমেও নিয়মিত পাওয়া যাচ্ছে তাকে।

এম. জামান

আর্কাইভ