• ঢাকা শনিবার
    ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ঈদে অর্ণবের ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৬:৩১ পিএম

ঈদে অর্ণবের ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। বিভিন্ন সময়ে তার গাওয়া গান নিয়ে তৈরি হচ্ছে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’। ডকুমেন্টারিতে অর্ণবের পুরোনো গানের পাশাপাশি থাকবে তার জীবনের টুকরো কিছু স্মৃতি। সঙ্গে থাকবে তার ব্যান্ড অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও সুনিধি নায়েক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে ডকুমেন্টারি আসার কথা আগেই জানিয়েছিলেন জনপ্রিয় এ শিল্পী। ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ ডকুমেন্টারিটি নির্মাণ করা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য। এটি পরিচালনা করছেন আবরার আতহার।

শুটিং চলাকালে কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন সুনিধি ও আবরার। ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’-এর কিছু অংশের শুটিং হয়েছে শনিবার। আরও কিছু অংশের শুটিংয়ের জন্য সোমবার কক্সবাজারে যাবেন তারা। সেখানেও দুই-তিনটি গানের দৃশ্যধারণ হবে। এ ছাড়া ঢাকায়, নিজের ঘর ও স্টুডিওতেও কিছু দৃশ্যধারণ করা হবে।
আর্কাইভ