• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কলকাতা চলচ্চিত্র উৎসবে বারবার অপমানিত হয়েছি : মিমি চক্রবর্তী

প্রকাশিত: মে ৫, ২০২২, ১০:০১ পিএম

কলকাতা চলচ্চিত্র উৎসবে বারবার অপমানিত হয়েছি : মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘দায়সারা গোছের’ আমন্ত্রণ জানানো হয়েছে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে। এ প্রসঙ্গে মিমি বলেন, ‘আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই অবধি। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএস! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।’

শাসক দলের হয়ে বহু অনুষ্ঠানেই তাকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাকে অবাক করেছে।

তবে এই ঘটনা প্রথম নয়। মিমির দাবি, ২০১৯-এর চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার নাম অবধি সঠিকভাবে বলা হয়নি। মিমি বললেন, ‘আমি উপস্থিত। সঞ্চালকরা সকলের নাম উচ্চারণ করলেন। অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে।’ কাকতালীয়ভাবে ২০১৯-এর চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।



চলচ্চিত্র উৎসবের বিজয়া দশমী, ‘ঝিল্লি’র সৌজন্যে সেরা প্রাপ্তি গৌতম-পুত্র ঈশান
প্রত্যেকবার চলচ্চিত্র উৎসব ঘিরে তার প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ, ‘দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওর পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না।’

এবারের চলচ্চিত্র উৎসবের ‘উৎসব কমিটি’র চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজ-ই। তবে কি তাকেই নিশানা করলেন মিমি?

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে আসছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মিনি’। এই ছবিতে এক ভিন্ন ধারার চরিত্রে দেখা যাবে ‘গানের ও পারের’ পুপেকে।

এসএ/এএল
আর্কাইভ