• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কেন ৫ বছর আড়ালে ছিলেন বিপ্লব?

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০১:৩৭ এএম

কেন ৫ বছর আড়ালে ছিলেন বিপ্লব?

বিনোদন ডেস্ক

‘প্রমিথিউস’ ব্যান্ডের ভোকাল পাশাপাশি একক গায়ক হিসেবেও তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তার গায়কী, বেশভূষা সবই ছিল শ্রোতাদের পছন্দের তালিকায়। বাংলা ব্যান্ড মিউজিকের একসময়ের দারুণ জনপ্রিয় শিল্পী বিপ্লব।

তবে সময়ের পালাবদলে বিপ্লব এখন অনেকটা আড়ালে। অনেক বছর ধরে থাকছেন প্রবাসে। এর মধ্যে টুকটাক গান করলেও গত ৫ বছর একেবারে আড়ালে ছিলেন।

কেন এই আড়াল? জানতে চাইলে বিপ্লব বলেছেন কী কারণে তিনি এতদিন আড়ালে ছিলেন? ঈদ উপলক্ষে চ্যানেল ২৪-এর বিশেষ অনুষ্ঠান ‘কালারস ২৪’-এ অংশ নিয়েছেন বিপ্লব। সেখানে তিনি খোলাসা করেছেন রহস্যের জাল।



শুধু তাই নয়, গিটার হাতে নিজের কয়েকটি জনপ্রিয় গানও শুনিয়েছেন বিপ্লব। তবে সরাসরি স্টুডিওতে এসে নয়, তিনি অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি। নাজমুল আলম রানার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিন জেবিন। 

ঈদ উপলক্ষে বিপ্লবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘জেট লাগ ভালোবাসা’ শিরোনামের একটি নতুন গান। এতে তার সহশিল্পী তানজিনা রুমা। অনুষ্ঠানে গানটি তৈরির পেছনের গল্প নিয়েও কথা বলেন বিপ্লব ও তানজিনা রুমা।

এসএ/ডা
আর্কাইভ