• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ভারতীয় সেরা দশে অপি করিমের সিনেমা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ১০:৫৫ পিএম

ভারতীয় সেরা দশে অপি করিমের সিনেমা

বিনোদন প্রতিবেদক

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম গেল বছর অভিনয় করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতমায়ার জঞ্জালনামে সিনেমায়। এটি পরিচালনা করছেন কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী। অপি অভিনীত সিনেমাটি ভারতের সেরা দশ সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে।

প্রতি বছরই ভারতীয় সিনেমা মূল্যায়ন করে থাকে ফিপ্রেসি-ইন্ডিয়া বা দ্য ইন্ডিয়া চ্যাপ্টার অব দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস। তাদের মূল্যায়ন করা সেরা দশ সিনেমার মাঝে রয়েছে অপি করিমের সিনেমাটি। এতে অপি কিরমের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

প্রতিষ্ঠানটির তালিকায় বাংলা ছাড়াও হিন্দি, মারাঠি, তামিল, মালায়লাম, কন্নড়, অসমিয়াসহ বেশ কয়েকটি ভাষার চলচ্চিত্র স্থান পেয়েছে। ২০২০ সালের জন্য তৈরি লিস্টের নম্বর স্থানে আছেমায়ার জঞ্জাল।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য সাজানো হয়েছে। এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজে ফেরেন অপি করিম।

এক নজরে সেরা দশে থাকা চলচ্চিত্রগুলো-

. ১৯৫৬ সেন্ট্রাল ট্রাভানকোর (মালয়ালম)

. 'হর (মালয়ালম, হিন্দি, ইংরেজি)

. অ্যাসেশ অন রোড ট্রিপ (মারাঠি)

. ব্রিজ (অসমিয়া)

. কোসা (হিন্দি)

. লায়লা ওর সাত গীত (গোজরি-হিন্দি)

. মায়ার জঞ্জাল (বাংলা)

. নাসির (তামিল)

. পিঙ্কি এলি? (কন্নড়)

১০. স্থলপুরাণ (মারাঠি)

নাজমুল/ মিজান/এম. জামান

আর্কাইভ