
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৯:৫৫ পিএম
পটুয়াখালীর বাউফলে মসজিদের মুসুল্লিদের উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মৌখিক বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে মো.সুমন (৩৫)।
সুমন বলেন, মসজিদের পাশে ঘানের আসর বসাতে নিষেধ করায় চর কায়না জামে মসজিদের সাবেক সভাপতি চুন্নু মৃধা, জসিম মুন্সি (গফাদার), উজ্জল (চৌকিদার) এবং ইউপি সদস্য মালেক সহ ১৫/২০ জন মিলে মুসজিদের মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলা করে।
ওই ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই ঘটনায়র ২দিন পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করা হয়েনি। চুন্নু একজন ধনাঢ্য বাক্তি। যে সরকার জখন ক্ষমতায় থাকে তখন সে তার লোক হয়ে যায়। বিগত স্বৈর শাসকের সময় চুন্নুসহ অনেকে আওয়ামীলীগ করেছেন কিন্তু শেখ হাসিনা পালায়নের পরও তারা বহাল তবিয়তে আছেন। আহতের মধ্যে ১জনের অবস্থা গুরতর রয়েছেন বলেও জানান তিনি।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ওই ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।