প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:০৪ পিএম
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারে জামায়াতে ইসলামীর ৪১ দফা প্রনয়ণ করেছে। এই ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনী ইশতেহার। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ওয়ার্ডে-ইউনিয়নে জনগণের কাছে এই ৪১ দফা নিয়ে যেতে হবে। জনগণের মাঝে ইসলামি বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কি করবে তা ৪১ দফায় বর্ণনা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কবি জসিমউদদীন হলে ফরিদপুর অঞ্চলের উপজেলা দ্বায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীতে যেই ক্ষমতায় আসুক জামায়াতে ইসলামীর সমর্থন ব্যতিত কেউই সরকার গঠন করতে পারবে না। ২০২৫ সাল হবে আগামী নির্বাচনে জনমত গঠনের সাল। নির্বাচনী কাজই এসময়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। নির্বাচনী কাজের পরে সময় পেলে অন্য কাজ করতে হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, বৃহত্তর ফরিদপুরে ১৫ টি সংসদীয় আসন রয়েছে। এরমধ্যে তিনটি আসনে আমরা সংসদ সদস্য চূড়ান্ত করতে পারিনি। এছাড়া বিভিন্ন সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
আঞ্চলিক সহকারী মো: দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো: আব্দুস সোবহান প্রমুখ।