• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ইলিয়াসের মামলা, গ্রেফতার হতে পারেন সুবাহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০১:৫২ এএম

ইলিয়াসের মামলা, গ্রেফতার হতে পারেন সুবাহ

বিনোদন ডেস্ক

দেশের সমালোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত তিনি। সঙ্গীতশিল্পী ইলিয়াসকে বিয়ে করে নতুন আলোচনার জন্ম দেন তিনি। বিয়ের এক মাস না পেরুতেই ঝামেলা দেখা দেয় সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইন ও আলোচিত মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর সংসারে। এর জেরে নির্যাতনের অভিযোগ এনে ইলিয়াসের নামে মামলা করেছিলেন সুবাহ। সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ মার্চ (বুধবার) দিন ধার্য করেছেন আদালত।

মামলার নথিতে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াসের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে তার সম্মানহানি করেছেন সুবাহ।

নথিতে ইলিয়াস উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় যেচে ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ‘ইলিয়াসকে দেখতে তার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। এক পর্যায়ে কল রিসিভ করেন গায়ক। ফোনে তাদের আলাপ জমতে থাকে।’

গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের ক’দিন পরই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নতুন বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এরপর ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন অভিনেত্রী।

এর আগে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার ইস্যুতে আলোচনায় আসেন সুবাহ। কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এখনও কোনোটি মুক্তি পায়নি।



এমএএম/ডা
আর্কাইভ