বিনোদন ডেস্ক
পৃথিবীর মায়া ত্যাগ করে ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে পরপারে পাড়ি জমিয়েছেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। ২৩ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুর আগে তিনি দেশের মানুষের জন্য রেখে গেছেন অসংখ্য জনপ্রিয় গান, কবিতা।
কাওসার আহমেদ দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। নানা রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় এই গীতিকবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত অঙ্গনসহ বিনোদন জগতেও।
১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে কাওসার আহমেদ চৌধুরীর জন্ম। তার বাবা মোসাহেদ চৌধুরী। কাওসার আহমেদ চৌধুরী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। চারুকলায় পড়াশোনা করলেও সম্পন্ন করেননি। চলচ্চিত্র নির্মাণে তার আগ্রহ ছিল। একাধিক তথ্যচিত্রও তিনি নির্মাণ করেন। পেশাজীবনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করেছেন। কাওসার আহমেদের শেষ ইচ্ছা অনুযায়ী আজিমপুর কবরস্থানেই তাকে দাফন করার সিদ্ধান্ত নেয় পরিবার।
এমএএম/এফএ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন