• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আইনি জটিলতায় 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০২:২৪ পিএম

আইনি জটিলতায় 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'

বিনোদন ডেস্ক

মুক্তির আগেই নানা বিতর্কের মুখে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর সিনেমা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। প্রথমে আলিয়ার চরিত্র নিয়ে কঙ্গনার নেতিবাচক মন্তব্যের পর এবার সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিইয়েছেন 'গাঙ্গুবাঈ'-এর ছেলে বাবুজি রাওজি শাহ। হয়েছেন আদালতের দ্বারস্থও।

সিনেমায় 'কাঠিয়াওয়াড়ি' সম্প্রদায়ের মানুষের মানহানি করা হয়েছে। এনিয়ে মুম্বাই হাইকোর্টে সিনেমার  নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন ভারতের এক কংগ্রেস নেতা। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' সিনেমাকে ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আলিয়া ভাট। তিনি বলেন, 'কোনও প্রকার বিতর্কই আমাকে বিব্রত করতে পারে না। এমন সমস্ত ঘটনা ঘটেই থাকে। এগুলো খুবই স্বাভাবিক। সিনেমা ভালো হোক কিংবা খারাপ, কিছু মানুষ বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করে। আবার কিছু মানুষ এসব নিয়ে আইনি জটিলতা তৈরি করতে ভালোবাসেন। এগুলো সিনেমার প্রতি মানুষের কৌতুহল আরও বাড়িয়ে দেয়। এগুলো নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না।'

এরপর সিনেমার গল্পের বর্ণনা দিয়ে আলিয়া আরও বলেন, 'সিনেমা ভালো নাকি খারাপ, সে সিদ্ধান্ত তো দর্শক নেবেন। আগে তারা ছবিটা দেখুক, এরপর দর্শক নিজেদের মতামত জানাতে পারবেন। কোনও কিছুই সিনেমার ভাগ্য বদলে দিতে পারে না। দর্শকেরাই আমাদের কাছে সব। তাদের সিদ্ধান্তই সবথেকে গুরুত্বপূর্ণ।'

আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিটি। আগেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। 'গাঙঅগুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভট্ট। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজের মতো অভিনেতারা। সম্প্রতি ছবিটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে।




এইচএ/এমএএম/

আর্কাইভ