• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বিবার করোনায় আক্রন্ত, বাতিল হলো কনসার্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১০:১৯ পিএম

বিবার করোনায় আক্রন্ত, বাতিল হলো কনসার্ট

বিনোদন ডেস্ক

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক গোটা বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার মানুষ। এবার করোনায় আক্রন্ত হলেন বিশ্ববিখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। যার কারণে তার আসন্ন কনসার্টিও বাতিল করা হয়েছে।

আক্রন্ত হওয়ার আগে বিবার 'ওয়াল্ড ট্যুর' নিয়ে ব্যস্ত ছিলেন। যেই ট্যুরের শিরোনাম ছিল ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’। যার এবারের কনসার্ট ছিল আমেরিকার লস ভেগাসে। তার করোনায় আক্রন্ত হবার সংবাদ প্রকাশ হলে ট্যুরটি পিছিয়ে দেয়া হয়। 

হলিউডভিত্তিক গণমাধ্যমে বিবারের করোনায় আক্রন্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে জানানও হয়, করোনার হালকা উপসর্গ রয়েছে বিবারের। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। 

বাতিল হওয়া এই কনসার্টি আগামী ২৮শে জুন অনুষ্ঠিত হবে। মিউজিক্যাল ট্যুরের অফিসিয়্যাল পেজ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাস্টিস ট্যুর পরিবারের সদস্যের করোনা রিপরো্ট পজিটিভ হওয়ায় দুর্ভাগ্যবশত রোববারের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। জাস্টিন নিঃসন্দেহে খুব হতাশ, নিজের ক্রু মেম্বর এবং অসংখ্য অনুরাগীর স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আমাদের সান দিয়েগোর অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পেয়েছে, খুব শীঘ্রই ভেগাসেও তেমনটাই ঘটবে’।

সম্প্রতি জাস্টিন এবং তার স্ত্রী হেইলিকে সুপার বোলে দেখা গিয়েছিল। ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসাবে বিশ্বের ২০টি দেশে পারফর্ম করবেন জাস্টিন বিবার। থাকছে মোট ৫২টি কনসার্ট।



এমএএম/ডাকুয়া
আর্কাইভ