• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

মজার ছলে মান্না দেকে কটাক্ষ সোহিনীর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৭:৪৫ পিএম

মজার ছলে মান্না দেকে কটাক্ষ সোহিনীর

বিনোদন ডেস্ক

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দেকে চেনেন না, এমন মানুষ নেই বললেই চলে। আর তার গাওয়া ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানটি তো প্রতিটি প্রজন্ম নিজেদের মতো করে ধারণ করে যাচ্ছে।    

এবার সেই গান নিয়ে প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর স্ত্রী সোহিনী দাশগুপ্ত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গানটি নিয়ে করলেন নেতিবাচক মন্তব্য। ফেসবুকে ‘সাতটি ন্যাকার ঘ্যানঘ্যান' উল্লেখ করে তিনি লেখেন, ‘কফি হাউসের সেই আড্ডাটি ব্যর্থ মানুষদের গান। সাতটি ন্যাকার ঘ্যানঘ্যান। নস্টালজিয়ারও একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত।’

এরপর এ গান কয়েকজন ব্যর্থ মানুষের ‘কাঁদুনি’ বলে মন্তব্য করেন সোহিনী। ‘এই প্রজন্মের নিরিখে দেখলে আমার যেমন মনে হয়েছে, বাকিদেরও সেটাই বক্তব্য, গানটি কিছু হেরে যাওয়া মানুষের। কয়েকজন হতাশ মানুষের ব্যর্থতার কাহিনি এই গান। তারা তাদের দুঃখের কাঁদুনি গাইছেন!’ এরপর সোহিনী দাবি করেন, গানে সুজাতাকে কটাক্ষ করা হয়েছে। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘কফি হাউস সবসময়ই স্মৃতিবিজড়িত। তাই বলে সেখানে শুধুই কান্না, হতাশা থাকবে? গানের পাত্র-পাত্রীরা সবাই খুবই খারাপ আছেন। ব্যতিক্রম সুজাতা। তিনি সুখে আছেন বলে তার সুখকে যেন কটাক্ষও করা হয়েছে। এটা বোধহয় একেবারেই গ্রহণযোগ্য নয়।’

সর্বশেষ পুরো বিষয়টি মজা করেছেন বলে উল্লেখ করে তিনি লেখেন, ‘স্বাধীন মতপ্রকাশের জায়গা থেকেই ফেসবুকে এই মন্তব্য লিখেছি। সুরকার, গীতিকার বা গায়ককে আক্রমণ করতে নয়। আর পুরোটাই করেছি মজার ছলে।’




এমএএম/ফিরোজ
আর্কাইভ