• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

শপথের জন্য কাঞ্চন প্যানেলে অঞ্জনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০১:৩৩ এএম

শপথের জন্য কাঞ্চন প্যানেলে অঞ্জনা

বিনোদন ডেস্ক

শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে ছিলেন অঞ্জনা। নির্বাচনি প্রচারনাতেও ছিলেন তিনি। জায়েদ মিশার জন্য চেয়েছিলেন ভোটও। এখন তা অতীত। চিত্রনায়িকা অঞ্জনা মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়ে কাঞ্চন প্যানেল থেকে শপথ নিলেন। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন তিনি। শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ পড়িয়েছেন৷ 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএফডিসির শিল্পী সমিতির সামনে শপথ নেন অঞ্জনা। শপথ পড়ানোর সময় মিশা-জায়েদ প্যানেলের উপস্থিত ছিলেন নিপুন, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ অনেকেই। অঞ্জনা কাঞ্চনের প্রতিপক্ষ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রার্থী হন। নির্বাচন শেষে জিতেও যান। কিন্তু সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয় নিয়ে শুরু হয় নানা জটিলতা। এর প্রেক্ষিতে তিনি এবং তার প্যানেলের অন্য কেউই শপথ গ্রহণ করেননি। মিশা-জায়েদ প্যানেল থেকে একমাত্র তিনি শপথ নিলেন। শপথ নেওয়ার পর অঞ্জনা বলেন, 'শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা।'

এই নির্বাচনে মিশা-জায়েদের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন কালজয়ী নায়িকা রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস ও মৌসুমী। অথচ তারা প্রত্যেকেই একসময় ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে জায়েদ বলেছিলেন, তিনি কাজের ম্যাজিক দেখিয়ে নায়িকাদের নিজের পক্ষে নিয়েছেন।


এমএএম
আর্কাইভ