• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন রানির মা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০১:১৩ এএম

বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন রানির মা

বিনোদন ডেস্ক

আজকের সকাল প্রতিটি সঙ্গীত প্রিয় মানুষের জন্য বিষাদের। ভোরের আলোর মতই খবর ছড়িয়ে পরে বাপ্পি লাহিড়ীর মৃত্যুর সংবাদ। লক্ষ লক্ষ ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে চির বিদায় নিলেন ভারতের কিংবদন্তি এই সংগীতশিল্পী। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে গোভীর শোকে ছেয়ে গেছে বিনোদন জগত। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে আজ শুধুই তিনি। যার যার মত করে স্মৃতিচারণ করছেন সবাই। লিখছেন, তার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের ঘটনা।

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে ভেঙ্গে পরছেন বলিউডের বেঙ্গলী কুইন রানি মুখার্জি। তার মৃত্যুতে নিজেদের পারিবারিক ক্ষতি হয়েছে বলে, ভারতীয় গণমাধ্যেম সাক্ষাতকার দিয়েছেন তিনি। রানি বলেন, 'আমাদের দেশ একজন দামি শিল্পীকে হারাল। ভারতীয় চলচ্চিত্রে নজরকাড়া শিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি নিজেই নিজেকে গড়েছিলেন।'

এরপর বাপ্পি লাহিড়ীর সঙ্গে পারিবারিক সম্পর্ক নিয়ে রানি জানান, 'আমার মা ও বাপ্পি আঙ্কেল এক সঙ্গে লেখাপড়া করেছেন। তারা ছোট বেলা থেকে বন্ধু। তার চলে যাওয়া আমার পরিবারের ব্যক্তিগত ক্ষতি। তার মৃত্যুতে সবাই যখন শোক পালন করছে, তখন আমার মনে পড়ছে বাপ্পি আঙ্কলের সঙ্গে কাটানো শৈশবের দিনগুলির কথা। তার হাসিমুখ আর দয়ালু ব্যক্তিত্ব সারা জীবন আমার স্মৃতিতে উজ্জ্বল থাকবে।'  


এমএএম
আর্কাইভ