• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য বৃহস্পতিবার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১২:১১ এএম

বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তার মৃত্যুতে শোকাহত গোটা বিনোদন জগত। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।      

এখন বাপ্পি লাহিড়ী শেষকৃত্যের অপেক্ষা। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।

মৃত্যুর আগে বাপ্পি লাহিড়ী স্ত্রী ,ছেলে ও মেয়েসহ তিনজন রেখে গেছেন। তার এক মাত্র ছেলে বাপ্পি লাহিড়ী। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। তার জন্যই বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য বৃহস্পতিবার ধার্য করা হয়েছে।  সেখান থেকে বৃহস্পতিবার ভোরে ভারতে এসে পৌঁছাবেন তিনি। তারপরই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ীর। 

আনুষ্ঠানিক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। আমাদের প্রিয় বাপ্পিদা আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন। তার আত্মার জন্য প্রার্থনা করুন।

জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাপ্পি লাহিড়ীকে। এরপর সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

এমএএম/ডাকুয়া
আর্কাইভ