• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ডিস্কো ড্যান্সারের প্রস্থান: সামাজিক মাধ্যমে শোকের ছায়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১১:৪১ পিএম

ডিস্কো ড্যান্সারের প্রস্থান: সামাজিক মাধ্যমে শোকের ছায়া

বিনোদন ডেস্ক

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতসহ গোটা বিনোদন জগতে। মৃত্যুর খবর শুনে বলিউডের অনেক সহকর্মীই গিয়েছেন তার বাড়ি। জানিয়েছেন পরিবারকে সান্ত্বনা। অনেকে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকেও বাপ্পি লাহিড়ীর আত্মার শান্তি চেয়ে করেছেন প্রার্থনা। চলুন পাঠক দেখে আশা যাক সামাজিক মাধ্যমে বাপ্পি লাহিড়ীকে নিয়ে কে কি লিখলেন। 

শাকিব খান
রেস্ট ইন পিস বাপ্পি লাহিড়ী। আপনি বলিউডের ডিস্কোর পথপ্রদর্শক। তিনি তার আইকনিক গানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

জয়া আহসান
তার গানে আনন্দ উৎসব, তার গানে জীবনের উদযাপন..তার সুরে অমলিন থেকে যাবে চিরসবুজ হৃদয়ের অভিযান। বিদায় বাপ্পি লাহিড়ী, সংগীতে, সুরে, অমর হয়ে আমাদের মনে থেকে যাবেন। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বাপ্পি দা আমার কাছে কতটা স্পেশাল তা বলার ভাষা আজ নেই আমার কাছে। তার সত্যিই স্বর্ণের হৃদয় ছিল! আমাদের আত্মীয়তা, আমাদের একসঙ্গে কাজ, কত কত স্মৃতি,
ভালো থেকো বাপ্পি দা। তোমার সকল সৃষ্টি চিরদিনই অমর হয়ে থাকবে।

কাজল
আজ আমরা ডিস্কো সম্রাট বাপ্পিদাকে হারালাম। বাপ্পিদা কেবল দুর্দান্ত এক সুরকারই ছিলেন না, দারুণ গায়কও ছিলেন। ছিলেন মহৎ হৃদয়ের এক মানুষ। একটা যুগের শেষ হলো।

ভূমি পেদনেকর
পুরোপুরি বাকরুদ্ধ। কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে হৃদয় ভেঙে গেছে, এটা অনেক বড় ক্ষতি।

বিদ্যা বলান
তুমি যেখানেই যাও আশা করি আনন্দে থাকবে। তোমার জন্য সব সময় ভালোবাসা বাপ্পিদা।

অজয় দেবগন
‘চলতে চলতে’, ‘সুরক্ষা’, ‘ডিস্কো ডান্সার’ দিয়ে বাপ্পিদা হিন্দি সিনেমায় সমসাময়িক ধারার সংগীতকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা তাকে মিস করব।

১৯৭০-৮০’র দশকে বেশ কিছু গান দিয়ে মানুষের মনে জায়গা করে নেন বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো ড্যান্সার’, ‘হিম্মতওয়ালা’, ‘শারাবি’, ‘অ্যাডভেঞ্চার্স অব টারজান’, ‘ডান্স ডান্স’, ‘সত্যমেব জয়তে’, ‘কমান্ডো’, ‘শোলা অউর শবনম’সহ একাধিক সুপারহিট সিনেমায় সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পি লাহিড়ী। সঙ্গীত জগতে তার সর্বশেষ কাজ ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাগি ৩’ সিনেমার ‘ভাঙ্গাস’ গানের মাধ্যমে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন এই শিল্পী।  


এমএএম/ডাকুয়া
আর্কাইভ