• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

প্রেসলির টানেই 'গোল্ড ম্যান' বাপ্পি লাহিড়ী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৭:৩৯ পিএম

প্রেসলির টানেই 'গোল্ড ম্যান' বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী। গানের মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নেয়া এই শিল্পী নিজেও ছিলেন অনেক কিংবদন্তির ভক্ত। যাদের জীবদ্দশায় অনুসরণ করেছেন তিনি। তাদের গান, ব্যক্তিজীবনসহ সবকিছুই ছিল তার পছন্দের তালিকায়। নিজেও পছন্দ করতেন সানগ্লাস, স্বর্ণ এবং দামি পোশাক পরতে।

বাপ্পি লাহিড়ীর স্বর্ণের প্রতি ছিল অন্যরকম এক ভালোবাসা। সবসময় নিজেকে স্বর্ণের ভারী গহনা দিয়ে মুড়িয়ে রাখতে পছন্দ করতেন তিনি। গলায় মোটা স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটিতে ভরে থাকত তার অঙ্গ। এটা তার প্রধানতম বৈশিষ্ট্য ছিল। এজন্য তাকে বলা হয় বলিউডের ‘গোল্ডেন ম্যান’।   

এ নিয়ে বাপ্পি লাহিড়ীকে প্রশ্নের সম্মুক্ষীণ হতে হয়েছিল অনেকবার। হাসির ছলে এসব প্রশ্নের উত্তর দিয়ে জানিয়েছেন স্বর্ণের প্রতি তার ভালোবাসার কথা।

ভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে একবার বাপ্পি বলেছিলেন, গহনার প্রতি ভালোবাসার প্রধান কারণ ছিল মার্কিন মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা অনুপ্রাণিত। লাহিড়ী বলেছিলেন, ‘মার্কিন গায়ক এলভিস প্রেসলি স্বর্ণের হার পরতেন। আমি প্রেসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনোদিন সফল হই, তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। ঈশ্বরের আশীর্বাদে স্বর্ণের মাধ্যমে সেটা করতে পেরেছি। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই স্বর্ণের গহনা পরি। কিন্তু সেটা ঠিক না। স্বর্ণ আমার কাছে পয়া। আমার এগিয়ে যাওয়ার সাহস।’ তার কথায়, স্বর্ণের গহনা পরা খুব সৌভাগ্যের বস্তু ছিল তার কাছে। তাই সেটিও একটি কারণ ছিল বলে জানান লাহিড়ী।

সেই সাক্ষাৎকারে তিনি আরও জানান, তার কাছে যত ধরনের স্বর্ণের গহনা, বিশেষ করে বিভিন্ন ধরনের চেইন ও আংটি সংরক্ষিত রয়েছে, তা অনেক গহনাপ্রেমী নারীর কাছেও নেই। ভারতীয় সিনেমা ডিস্কো ঘরানার সঙ্গীতের প্রবর্তকও বলা হয় বাপ্পি লাহিড়ীকে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৫২ সালের ২৭ নভেম্বর তার জন্ম। তার আসল নাম অলোকেশ লাহিড়ী। তার মা-বাবা দুজনই ছিলেন সঙ্গীতশিল্পী।



এমএএম/ফিরোজ
আর্কাইভ