• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

চলে গেলেন প্রখ্যাত গায়ক বাপ্পি লাহিড়ী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৪:১২ পিএম

চলে গেলেন প্রখ্যাত গায়ক বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক

উপমহাদেশীয় সঙ্গীত জগতে শোকের ছায়া যেন পিছু ছাড়ছে না। গতকাল সন্ধ্যায় কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ফের আরেক নক্ষত্রের পতন হলো না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থতা জটিলতায়  হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছর তিনি করোনা আক্রান্ত হন। যদিও সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

১৯৭০-৮০’র দশকে বেশ কিছু গান দিয়ে মানুষের মনে জায়গা করে নেন বাপ্পি লাহিড়ী।ডিস্কো ড্যান্সার’, ‘হিম্মতওয়ালা’, ‘শারাবি’, ‘অ্যাডভেঞ্চার্স অব টারজান’, ‘ডান্স ডান্স’, ‘সত্যমেব জয়তে’, ‘কমান্ডো’, ‘শোলা অউর শবনমসহ একাধিক সুপারহিট সিনেমায় সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পি লাহিড়ী। সঙ্গীত জগতে তার সর্বশেষ কাজ ২০২০ সালে মুক্তিপ্রাপ্তবাগি সিনেমারভাঙ্গাসগানের মাধ্যমে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন এই শিল্পী।  

এদিকে, মাত্র ১০ দিনের ব্যবধানে উপমহাদেশীয় সঙ্গীত জগতের তিন নক্ষত্রের পতন হলো। গত ফেব্রুয়ারি মারা যান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর মারা যাওয়ার দিন পর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মারা যান ভারতের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৯০ বছর। সন্ধ্যাকে হারানোর একদিন পরই এলো বাপ্পি লাহিড়ীর মৃত্যুর দুঃসংবাদ।

বাপ্পির চিকিৎসক ডা. দীপক নমজোশির বলেন, ‘তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবারই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। এর পরদিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের তরফ থেকে চিকিৎসককে বাড়িতেই ডেকে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শে ততক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’


অর্ণব/ফিওরাজ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আর্কাইভ