• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চেয়ার ছেড়েছেন রুবেল, বসবেন না রিয়াজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১০:১৩ পিএম

চেয়ার ছেড়েছেন রুবেল, বসবেন না রিয়াজ

বিনোদন প্রতিবেদক

শিল্পী সমিতির নির্বাচনের প্রভাব এখনও চলমান। নানা উত্তেজনার মধ্য দিয়ে নতুন করে এখন শুরু হয়ে হয়েছে শিল্পীদের পদত্যাগ। মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয় পাওয়া অভিনেত্রী রোজিনা পদত্যাগ করেছেন ১১ ফেব্রুয়ারি (শুক্রবার)। এরপর শনিবার (১২ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দিলেন নির্বাচিত সহ-সভাপতি চিত্রনায়ক রুবেল।  

রুবেল তার ছেড়ে দেয়া চেয়ারে দেখতে চান কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী চিত্রনায়ক রিয়াজকে। বিষয়টি তিনি সিটি নিউজ ঢাকাকে নিশ্চিত করেন। রুবেলের এমন বক্তব্যের পর সিটি নিউজের সঙ্গে কথা হয় চিত্রনায়ক রিয়াজের । তিনি বলেন, 'রুবেল ভাই পদত্যাগ করেছেন শুনেছি। তবে বিষয়টি নিয়ে আমি এখনও কিছু জানি না বা রুবেল ভাইয়ের সঙ্গেও আমার যোগাযোগ হয়নি। এ সময় রুবেলের ছেড়ে দেয়া চেয়ারে তার বসার বিষয়টি জানতে চাইলে রিয়াজ বলেন, 'আমি তার ছেড়ে দেয়া চেয়ারে কেন বসব? শিল্পীরা তাকে চেয়েছেন, তাই তিনি জয়ী হয়েছেন। আমি তার পদে বসতে চাই না।' তারপর রুবেলের ছেড়ে দেয়া প্রসঙ্গে রিয়াজ আরও বলেন, 'রুবেল ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ। শিল্পীরা তাকে ভালোবাসেন। আমি চাই তিনি তার নির্বাচিত পদে থাকুন। তার যে কোনো প্রয়োজনে আমি তার পাশে আছি।' 

২৮ জানুয়ারি (শুক্রবার) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল ও ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ও রিয়াজ আহমেদ ১৫৬ ভোট পেয়ে পরাজিত হন।


এমএএম/ফিরোজ
আর্কাইভ