• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কিংবদন্তি লতা মঙ্গেশকরের স্মরণে হচ্ছে সঙ্গীত একাডেমি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৫:২৬ পিএম

কিংবদন্তি লতা মঙ্গেশকরের স্মরণে হচ্ছে সঙ্গীত একাডেমি

বিনোদন ডেস্ক

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের স্মৃতিতে মিউজিক একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার। এছাড়া মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কালিনা ক্যাম্পাসে জাদুঘর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া হয়েছে। বুধবারে (৯-ফেব্রুয়ারি-২০২২) মহারাষ্ট্র সরকার এ ঘোষণা দিয়েছে। লতা মঙ্গেশকর করোনার জটিলতা নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মুম্বাই এর শিবাজী পার্কে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এরপর ভারতরত্ন বিজয়ী কে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে এখানে সমাহিত করা হয়।

কিছুদিন আগ, ভারতীয় জনতা পার্টির বিধায়ক রাম কদম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে শিবাজি পার্কে প্রয়াত সংগীত শিল্পীকে একটি স্মারক উৎসর্গ করার জন্য অনুরোধ করেছিলেন। বর্তমানে, শিবাজি পার্কে বালাসাহেব ঠাকরেকে উৎসর্গ করে একটি স্মৃতিসৌধ রয়েছে। 

গত সোমবার, মধ্যপ্রদেশ প্রশাসন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের স্মরণে তার জন্মস্থান ইন্দোরে একটি সঙ্গীত একাডেমি এবং একটি জাদুঘর স্থাপনের ঘোষণা দিয়েছে। ইন্দোরে শিল্পীর একটি স্মৃতিস্তম্ভও স্থাপন করা হবে। এর পাশাপাশি, প্রয়াত লতা মঙ্গেশকরের নামে একটি রাষ্ট্রীয় পুরস্কারের নামকরণ করা হবে, যা তার জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পীদের দেওয়া হবে।

হাসিব
আর্কাইভ