• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

অনন্ত যাত্রায় লতা মঙ্গেশকর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০১:৩০ এএম

অনন্ত যাত্রায় লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক

সরস্বতী পুজোর পরদিনই প্রয়াত হয়েছেন ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে শোকাহত হয় গোটা সঙ্গীত বিশ্ব। তাকে হারনোর বেদনায় শিক্তহন ভারত-বাংলাদেশের প্রধানন্ত্রীসহ সাধারণ ভক্তরাও। প্রিয় মানুষটিকে হাড়িয়ে অনেকেই হয়ে যান বাকরুদ্ধ। সামাজিকমাধ্যমে বলিউড তারকারে তাকে নিয়ে দিতে থাকেন আবেগঘন স্ট্যাটাস।

পৃথীবির মায়া ছেড়ে এখন বিদায় নেয়ার পালা। তাইতো মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথা নীচু করে প্রণাম করলেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ এই সঙ্গীত শিল্পীকে।

লতা মঙ্গেশকরের শেষ শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তার। লতাকে শ্রদ্ধা জানাতে শচীন টেন্ডুলকারও উপস্থিত হন।  লতার গানের কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম অনুরাগী তিনি। লতার সঙ্গে তার সম্পর্ক ছিলো মা-ছেলের মত। তাইতো কিংবদন্তীকে শেষ শ্রদ্ধা জানাতে পরিবারসহ হাজির হন শচীন। লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত হন বলিউড বাদশাহ শাহরুখ খানও।


১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরেই গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি সিনেমায়। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন ‘মজবুর’ সিনেমায়। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিতো। নক্ষত্রপতনে তাই শোকস্তব্ধ দুনিয়া।  

এমএএম
আর্কাইভ