• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটাপন্ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১০:৩২ পিএম

লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটাপন্ন

বিনোদন ডেস্ক

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নেয়া হয়েছে লাইফ সাপোর্টে। এমন খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন গুণী এই শিল্পীর ভক্ত অনুরাগীরা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লতা মঙ্গেশকরের সার্বিক অবস্থার অবনতি। অবস্থা বেশ আশঙ্কাজনক। এরই মধ্যে নেয়া হয়েছে ভেন্টিলেটশনে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।

গেল সপ্তাহেই ভেন্টেলেশন থেকে বের করা হয় তাকে। চিকিৎসক প্রীত সামদানি এবং তার টিমের পর্যবেক্ষণে ছিলেন লতা। গত জানুয়ারির প্রথম দিকে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। এরপর ৯ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন পর তার অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছিল।

এরপর লতার অসুস্থতা ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়েছিল। এজন্য স্পষ্টভাবে তার মুখপাত্র জানিয়ে দেন, ‘সবার কাছে অনুরোধ, ভেসে বেড়ানো মিথ্যা খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’ বরেণ্য এই শিল্পী ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’ পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়া দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সব প্রাপ্তিই যুক্ত হয়েছে তার ঝুলিতে।




এমএএম/ডা
আর্কাইভ