প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ১০:১৯ পিএম
তারকাদের মিলনমেলায় আনন্দঘন
পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি)
নির্বাচন। শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে হ্যাটট্রিক করে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
জায়েদ খান। তবে বিজয় ছাপিয়ে অন্য একটি কারণে আলোচিত হয়েছেন এই চিত্রনায়ক।
নির্বাচন শেষে যখন ভোট গণনা চলছিল তখন নামাজ পড়ছিলেন জায়েদ খান। তার নামাজের সেই দৃশ্য সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে একটি চেয়ারে বসে গায়ে নীল চাদর মুড়িয়ে নামাজ আদায় করছেন জায়েদ। যে চাদরের কারণে অভিযোগ করেছিলেন নিপুণ।
রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত যখন ভোট গণনা চলছিল তখন এফডিসির শিল্পী সমিতি ভবনের দরজার সামনেই চেয়ারে বসে ফজরের নামাজ আদায় করেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নায়িকা নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।
চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার ৪২৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ১০টি ভোট। বৈধ ভোট ৩৫৫টি।
জেডআই/এম. জামান