• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

বিটিএসের তিন সদস্য করোনায় আক্রান্ত

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০১:৪০ এএম

বিটিএসের তিন সদস্য করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিটিএস ব্যান্ডের তিন সদস্য। তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের নিজস্ব সংস্থা ওয়াইজি এন্টারটেইনমেন্ট। ছয় সদস্যের মধ্যে তিনজন আক্রান্ত হওয়ায় ব্যান্ডটি ইতোমধ্যেই তাদের দলগত সব কর্মসূচি বন্ধ করে দিয়েছে।

এদিকে দ্য কোরিয়া ওয়ার্ল্ডের মতে, কিম জিন-হুয়ান, সং ইউন-হিউং এবং কিম ডং-হিউকের ঠাণ্ডাজনিত উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ব্যান্ডের অন্য তিন সদস্য ববি, কু জুন-নিড়ানি এবং জুং চ্যান-উ নেগেটিভ শনাক্ত হয়েছেন। ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আমরা স্বাস্থ্য কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করব এবং করোনার সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা নেব। আমরা আমাদের শিল্পীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করব।

বিশ্বের জনপ্রিয় এই ছেলে ব্যান্ডদলটির ভক্ত সংখ্যা গোটা পৃথিবী জুড়ে। তাই তো তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তরা তাদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা পাঠাচ্ছেন পছন্দের তারকাদের উদ্দেশ্যে। 


উল্লেখ্য, এর আগে বিটিএসের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিল।  কে-পপ গ্রুপ বিটিএসের তিন সদস্য হলেন- র‍্যাপার আরএম, কণ্ঠশিল্পী জিন এবং গীতিকার ও র‍্যাপার সুগা। সুগা পজিটিভ হওয়ার এক দিন পর বাকি দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ তিনজনই আগস্টে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন। 


এমএএম/এম. জামান

আর্কাইভ