বিনোদন ডেস্ক
বেশকিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন ভারতের কিংবদন্তি কণ্ঠস্বর বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। করোনায় আক্রান্ত হয়ে ৮ দিন আগে হাসপাতালে ভর্তি হলেও এখন তার শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের ব্যাধি। তবে নিউমোনিয়া সবচেয়ে বেশি তাড়া করছে তাকে। লতার এমন অসুস্থতার খবরে ভক্তরাও বেশ চিন্তিত। তাই সামাজিক মাধ্যমে ভারতের এই রত্নের জন্য প্রার্থনায় ব্যস্ত সবাই।
এই মুহূর্তে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চব্বিশ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার বিবৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমের কাছে বিস্তারিত জানিয়েছেন চিকিৎসক প্রতীত সমধানি। চিকিৎসক বলেন, ‘শিল্পীর এখন গভীর পর্যবেক্ষণ প্রয়োজন। সেই কারণেই ডাক্তারদের চব্বিশ ঘণ্টার তত্ত্বাবধানে তাকে আইসিইউতেই থাকতে হবে। ওনার পরিস্থিতি একদম আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। এ ছাড়া এখন কারও সঙ্গে তার দেখা করার অনুমতি নেই।’ এর আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে লতা মঙ্গেশকরের দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছিলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। শিল্পীর জন্য প্রার্থনা করুন।’
এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তার শরীরে। সেই সময় ২৮ দিনের মাথায় বাড়ি ফিরেছেন লতা মঙ্গেশকর। করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন তারকা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান গায়িকা। সুরসম্রাজ্ঞী দ্রুত সেরে উঠুন, এমনটাই প্রার্থনা তার কোটি কোটি ভক্তের।
এমএএম/ডা
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন