• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

এবার তাপসের 'ময়ূরী' নুশরাত

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৮:১২ পিএম

এবার তাপসের 'ময়ূরী' নুশরাত

বিনোদন ডেস্ক

দেশের অন্যতম মিউজিক ডিরেক্টর তাপস। গান বাংলার মাধ্যমে দেশের মিউজিককে তিনি আন্তর্জাতিকভাবে আরও প্রসারিত করেছেন। কাজ করেছেন দেশ-বিদেশের নানা শিল্পীদের সঙ্গে। যা বিশ্বব্যাপী সারা ফেলেছে। 

কিছুদিন আগে তাপস বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গার্ল সানি লিওনকে নিয়ে কাজ করেছেন। তার করা মিউজিকে সানি লিওন নেচেছেন। যা ইতোমধ্যেই সুপার হিটসহ দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছে। দর্শকরা সানির সঙ্গে তাপস ও ঐশীর কম্বিনেশনে মুগ্ধ হয়ে সামাজিকমাধ্যমে গানটি নিয়ে বেশ আলোচনা করেছে। দেশের জনপ্রিয় মিউজিক প্রোডাকশন টিএম রেকর্ডস থেকে প্রকাশ পাওয়া এই গানটির নাম ‘দুষ্টু পোলাপাইন।’

এবার আরও একটি চমক উপহার দিতে যাচ্ছেন সঙ্গীত পরিচালক তাপস। সানির পর তাপস এবার তার আয়োজিত সঙ্গীতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ নুশরাত জাহানকে নাচাতে যাচ্ছেন। ইতোমধ্যেই গানটির ৩০ সেকেন্ডের একটি টিজার নুশরাত তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। স্বল্প সময়ের এই টিজারে মুগ্ধতা ছড়াতে দেখা যায় নুশরাতকে। তাপস ফিচারিং লুইপার এই গানটির শিরোনাম দেয়া হয়েছে, 'নাচ ময়ূরী নাচ।’

এই গানে ময়ূরীরূপে নুসরাতের কোরিওগ্রাফি করেছে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব। টিজারের শুরুতেই নুশরাতকে ময়ূর রঙের ড্রেসে বেশ আবেদনময়ী দেখায়। এরপর শুরু হতে থাকে নাচের এক এক স্টেপ। ভিডিওটি দেখে দর্শকরা ইতোমধ্যেই অপেক্ষার কথা জানাতে শুরু করেছেন। টিএম রেকর্ডসের পরিবেশনায় গানটি প্রযোজনা করেছেন ফারজনা মুন্নী।

প্রসঙ্গত, এর আগে তাপস বলিউডের কৈলাস খের, নার্গিস ফাখরি, পাপনসহ বেশকিছু আন্তর্জাতিক মানের শিল্পীদের নিয়ে কাজ করেছেন। যে কাজগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেল গান বাংলায় তার উইন্ড অব চেঞ্জ নামে একটি শো চলে যেখানে দেশ-বিদেশের শিল্পীদের গান পরিবেশনা করা হয়।



এমএএম/ডা  
আর্কাইভ