• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

এবার শ্রাবন্তীর স্বামী ওম

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১০:০৬ এএম

এবার শ্রাবন্তীর স্বামী ওম

বিনোদন ডেস্ক

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওপার বাংলার বর্তমান বাংলা সিনেমার এক জনপ্রিয় নাম। ‍যার সুন্দর মুখশ্রী আর মিষ্টি হাসিতে বুঁদ হয়ে থাকেন ভক্তরা। শ্রাবন্তী অভিনেত্রী হিসেবে যতটা আলোচনায় এসেছেন তার চেয়ে বেশি এসেছেন তাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সির জন্যে। তবে তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি খুব সাবলীল এবং দক্ষ অভিনেত্রী।

এবার নতুন সিনেমার কাজ শুরু করেছেন শ্রাবন্তী। নতুন বছরে রুপালি পর্দায় ওম সাহানির সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। সিনেমার নাম 'ভয় পেও না'। অয়ন দে পরিচালিত এই ছবির হাত ধরেই বাংলা সিনেমা পেতে চলেছে নতুন জুটি। এই সিনেমায় তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। ইতোমধ্যেই শুরু হয়েছে শুটিং।


সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করে শুটিং শুরুর খবর দিয়েছেন নায়ক ওম। পোস্টারে দেখা যায়, পুরনো দিনের এক বাড়ি, ভেতরে আলো জ্বলছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে বাড়ির একাংশ। বাড়িটার চারদিকে ঘিরে ধরেছে কাঁটাতার। সব মিলিয়ে কেমন যেন আধাভৌতিক আবহ।

এর আগে 'হুল্লোড়' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তবে সেই ছবিতে জুটি বাঁধেননি। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছিলেন ওম-শ্রাবন্তী।


চিত্রনাট্য অনুযায়ী এই সিনেমায় ‘অনন্যা’ চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী। আর ‘ডা. আকাশ চট্টোপাধ্যায়’ হবেন ওম। শাশুড়ির সঙ্গে অনন্যার সম্পর্ক একেবারেই ভালো নয়। বউমাকে তিনি ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়াতেও চান। তার রেশ ধরেই উন্মোচিত হয় আর এক রহস্য।


সিনেমাটিতে যে ভুতুড়ে আমেজ রয়েছে, ছবির পোস্টারেই তা স্পষ্ট। ব্যক্তিগত জীবনে ভূতে ভয় পেলেও ভূতের ছবিতে অভিনয় করতে সবসময়েই আগ্রহী শ্রাবন্তী। অন্যদিকে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে খুশি ওম।

এএমকে

আর্কাইভ