• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ইলিয়াসের বিরুদ্ধে সুবাহর মামলা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৩:১২ এএম

ইলিয়াসের বিরুদ্ধে সুবাহর মামলা

বিনোদন প্রতিবেদক

বিয়ের এক মাস না পেরোতেই তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারই স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া সিটি নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যৌতুক চেয়ে মারধরের অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) দিনগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ, মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

সম্প্রতি অনেকটা গোপনেই বিয়ে করেন কণ্ঠশিল্পী ইলিয়াস ও অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ। বিয়ের কয়েক দিন পরই তাদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। মাস না যেতেই ভাঙনের সুর বাজছে তাদের সংসারে। দুজনই থানায় পাল্টাপাল্টি জিডি করেছেন। ইলিয়াসের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন সুবাহ।

রাজধানীর একটি হাসপাতালে চার দিন ভর্তি থাকার পর গতকাল (৩ জানুয়ারি) বাসায় ফিরেছেন সুবাহ। ফিরেই আজ (৪ জানুয়ারি) বনানীর বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে ইলিয়াসের বিচার চেয়ে কাঁদেন এই নায়িকা। এ সময় সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে। মারধর করেছে। অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি। এর বিচার চাই।

এরপর লাইভে সব গহনা নিয়ে পালিয়েছেন ইলিয়াস এমন অভিযোগ করে সুবাহ আরও বলেন, ‘ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেতো। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা-পয়সা, গহনা সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ভিডিও ফুটেজ সিসি টিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।’

মামলা তুলে নেয়ার জন্য সুবাহকে হুমকি দিচ্ছেন ইলিয়াস। তা উল্লেখ করে সুবাহ বলেন, ‘সবার আগে আমি এসব কিছুর বিচার চাই। এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা-হামলার হুমকি দিচ্ছে।’

গত ১ ডিসেম্বর বিয়ে করেন সঙ্গীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরোতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন। বিচ্ছেদের পথে হাঁটছেন ইলিয়াস।



এমএএম/এম. জামান
আর্কাইভ