• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

শুটিংয়ে মার্কিন গায়িকার গালে সাপের কামড়

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৭:২৮ পিএম

শুটিংয়ে মার্কিন গায়িকার গালে সাপের কামড়

বিনোদন ডেস্ক

এবার সাপের দংশনের শিকার হলেন মার্কিন গায়িকা মায়েটার। নিজের নতুন গানের শুটিংস্পটেই কামড়ের শিকার হন তিনি। মায়েটাকে সাপে কামড়ের ভিডিওটি ইতোমাধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে গা শিউরে ওঠার মতো অবস্থা। 

এদিকে মায়েটা নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ইনস্টাগ্রামে সাপে কামড় দেয়ার ভিডিওটি শেয়ার করেছেন। ৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, এক গানের শুটিংয়ের জন্য কালো পোশাক পরে মাটিতে শুয়ে রয়েছেন গায়িকা। প্রথমে তার গায়ের ওপর একটি কালো সাপ ছাড়া হয়। এরপর আবার তার গায়ে একটি সাদা সাপ ছাড়া হয়। তখনই কালো সাপটি গায়িকার থুতনির ওপর ছোবল বসায়।

ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন- ‘দেখুন আপনাদের জন্য কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমাকে।’

গায়িকাকে ওইরকমভাবে সাপের ছোবল খেতে দেখে অনেকেই চমকে উঠেছেন। স্বস্তির বিষয় সাপটির কোনো বিষ ছিল না। গায়িকার তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে- প্রশিক্ষক থাকা সত্ত্বেও কীভাবে সাপের কামড় খেলেন তিনি?



এমএএম/এম. জামান

আর্কাইভ