• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ডিভোর্স ছাড়াই তৃতীয় বিয়ে করলেন ইলিয়াস, যা বললেন সুবাহ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৫:২২ এএম

ডিভোর্স ছাড়াই তৃতীয় বিয়ে করলেন ইলিয়াস, যা বললেন সুবাহ

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করছেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। জানা যায়, সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে এটি। এর আগে তিনি নিশাত তাবাসসুম ও কারিন নাজ নামের দুই তরুণীকে বিয়ে করেছিলেন।

এদিকে ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন দাবি করেছেন, তাদের এখনও ডিভোর্স হয়নি। দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়ে, এবং তার অনুমতি না নিয়েই সুবাহকে বিয়ে করেছেন ইলিয়াস।
তবে এ ব্যাপারে মুখ মুখেছেন সুবাহ। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে ইলিয়াসের সঙ্গে তার বিয়ের বিষয়টি খোলাসা করেছেন। 

সুবাহ দাবি করেন, কারিন ও তার পরিবারকে জানিয়েই ইলিয়াসকে বিয়ে করেছেন তিনি। 

সুবাহ লেখেন, 'কারিনকে ইলিয়াস ডিভোর্স দিয়েছে, তা জেনেই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ও আমাকে (ইলিয়াস) ডিভোর্স লেটারও দেখিয়েছে। তাছাড়া আমরা যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তা কারিন ও তার পরিবারকে দুই মাস আগেই জানিয়েছি। এখন তারা অস্বীকার করছেন কেন বুঝতে পারছি না। তবে আমি যে তাদের জানিয়েছিলাম তার প্রমাণ আমার কাছে আছে।'

সুবাহ আরও লেখেন, 'যদি কোনো পুরুষের ক্ষমতা থাকে বউ পালার, সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে, ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি তো জানি ইলিয়াসের সঙ্গে কারিন লিভ টুগেদার করেছিল। কারণ তাদের ওই বিয়ের কোনো বৈধ কাবিননামা নেই!'

কারিন ও ইলিয়াসের সংসার নিয়ে সুবাহ লিখেছেন, 'ওই মেয়ে বিদেশে থাকে। তিন বছর ধরে দেশে আসে না। শুধু মোবাইলে কথা বললে কি সংসার হয়? কারিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে বিদেশে ও বাংলাদেশে, এটাও আমি জানি। সে মানসিকভাবে ইলিয়াসকে সবসময় প্যারা দিতো। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে। এও জানে ওরা বিবাহিত জীবনে কখনই সুখী ছিল না।'

ইলিয়াসের সঙ্গে সংসার প্রসঙ্গে সুবাহ লিখেছেন, 'আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দু’জনের ভালোলাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারের সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি। আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে ইগনোর করতে পারেন। আমাদের দু’জনকে ফলো করার দরকার নাই। আমরা দু’জন-দু’জনের সঙ্গে ভালো আছি সংসার নিয়ে। আলহামদুলিল্লাহ!'

এআরআই/ডা

আর্কাইভ