• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

পুরুষের ক্ষমতা থাকলে একের অধিক বিয়ে করতে পারে : সুবাহ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৮:৩২ পিএম

পুরুষের ক্ষমতা থাকলে একের অধিক বিয়ে করতে পারে : সুবাহ

বিনোদন ডেস্ক

আলোচনার আরেক নাম মডেল অভিনেত্রী সুবাহ হুমায়রা। ক্রিকেটার নাসিরের সঙ্গে তার ফোনালাপের পর থেকেই তিনি পরিচিতি পান ভাইরাল শিল্পী হিসেবে। তবে নাসিরের সঙ্গে তার ঝামেলার সমাপ্তি হলেও আলোচনায় আছেন তিনি। সুবাহ কিছুদিন আগে সঙ্গীতশিল্পী ইলিয়াসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 

বিয়েটি অনেকটা গোপনে হলেও গেল বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেননি। পরে ইলিয়াস গণমাধ্যমকে জানান তাদের বিয়ে হয়েছিল গত ১ ডিসেম্বর। এ সময় ইলিয়াস জানান বিয়ের আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল। এরপর বিয়ের পর রাজধানীর বনানীতে বাসা ভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেন ইলিয়াস-সুবাহ।

সঙ্গীতশিল্পী ইলিয়াসের এটি ছিল তৃতীয় বিয়ে। তবে সুবাহকে বিয়ের পর তার দ্বিতীয় স্ত্রী কারিন নাজ অভিযোগ তোলেন তাকে ডিভোর্স না দিয়েই ইলিয়াস তৃতীয় বিয়ে করেছেন। যা নিয়ে আবারও সুবাহ এবং ইলিয়াস চলে আসেন আলোচনায়। এবার কারিন নাজের সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন ইলিয়াসের বর্তমান স্ত্রী সুবাহ।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে সুবা কারিন ইলিয়াসের স্ত্রী নয় বলেই দাবি করে বসেছেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ডিভোর্স লেটার দেখেই জড়িয়ে ছিলাম আমি। তাও বৈধভাবে। ইভেন কারিন ও তার মা সুকন্যাকে দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে আমরা দুজন বিয়ে করে ফেলব। ইলিয়াস আমাকে বিয়ে করতে চায়, আমিও চাই। তাও দুই মাস আগে।’

এখন যদি ওই মহিলারা অস্বীকার করেন যে সে কিছুই জানেন না! মানুষকে উল্টাপাল্টা মিথ্যা বলে তাহলে আমার কাছে প্রমাণ আছে যে ইনফর্ম করেছিলাম তাদেরকে অনেক আগেই। আর যদি কোনো পুরুষের ক্ষমতা থাকে বউ পালার সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস।

আর আমি তো জানি ইলিয়াসের সঙ্গে কারিনই লিভ টুগেদার করেছিল। কারণ হলো ওই বিয়ের কোনো লিগেল কাবিননামাই নেই! এরপর হা হা হা ইমুজি দিয়ে সুবাহ লখেন- ওই মেয়ে থাকে বিদেশে। তিন বছর ধরে বাংলাদেশে আসে না শুধু মোবাইলে মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি?’

কারিন বাংলাদেশে একাধিক পুরুষের সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত দাবি করে সুবাহ আরও বলেন, ‘ওই মেয়ে কারিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে বিদেশে এবং বাংলাদেশ এটাও আমি জানি। সে মেন্টালিভাবে প্যারা দিত অলওয়েজ। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে ওরা ম্যারেড লাইফে কখনও হ্যাপি ছিল না।

আর ওই মেয়ে তিন বছর ধরে বাংলাদেশে আসে না। ফিজিক্যাল রিলেশনও ছিল না। আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দুজনের ভালো লাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলিগতভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি।’

এরপর দুজনের ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে সুবাহ লিখেছেন, ‘আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে প্লিজ ইগনোর করতে পারেন। আমাদের দুজনকে ফলো করার দরকার নাই। লাইক দেয়ার দরকার নাই। আমরা দুজন দুজনের সঙ্গে ভালো আছি সংসার নিয়ে আলহামদুলিল্লাহ!’

শেষবেলায় সুবাহ আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম যখন ফাইনালি বড় করে অনুষ্ঠান করব তখন মিডিয়াকে বলব। কিন্তু এত অশান্তির জন্য তা করা সম্ভব হলো না। আমাদের জন্য দোয়া করবেন। বিনা কারণে হ্যারেসমেন্ট করলে মানহানি মামলা করতে বাধ্য হব। আইন সবার জন্যই সমান। আমার কিছু বলার নেই আর।’

প্রসঙ্গত, সুবাহ গায়ক ইলিয়াসের তৃতীয় স্ত্রী। এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন ইলিয়াস। সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।


এমএএম/এম. জামান
আর্কাইভ