• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ছেলের জন্য মুম্বাই ছাড়তে রাজি নন শাহরুখ

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৫:৩৯ পিএম

ছেলের জন্য মুম্বাই ছাড়তে রাজি নন শাহরুখ

বিনোদন ডেস্ক

দীর্ঘ সময় ধরে দর্শকের হৃদয়ে আসন গেড়ে আছেন শাহরুখ খান। এটা তো আর এমনি এমনি হয়নি। কঠোর পরিশ্রম তাঁকে সাধারণ একজন মানুষ থেকে তারকায় পরিণত করেছে। এতটুকু ছাড় দেননি কাজের ক্ষেত্রে, এমনই পেশাদার শাহরুখ। কিন্তু অভিনেতার পাশাপাশি শাহরুখ একজন বাবাও। পরিবারের পাশে কীভাবে দাঁড়াতে হয়, তার প্রমাণ দিয়েছেন গত দিনগুলোয়। ছেলে আরিয়ান খানের জন্য বন্ধ রেখেছিলেন সব কাজ।

ছেলে বাসায় ফেরার পর স্থগিত রাখা শ্যুটিং শুরু করেছেন শাহরুখ খান। কিন্তু আপাতত ছেলেকে ছেড়ে যাবেন না তিনি। আরিয়ানের সুরক্ষাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 বিরতির পরে ফের কাজে ফিরেছেন শাহরুখ খান। বন্ধু সলমন খানের টাইগার ৩ছবির জন্য শ্যুট করছেন বলিউড বাদশা। তবে পুরোদমে কাজ শুরু করলেও মুম্বাইয়ের বাইরে যেতে রাজি নন শাহরুখ। প্রযোজকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেকথা।

শাহরুখের এক ঘনিষ্ঠজন বলেছেন, শাহরুখ কাজ শুরু করেছে কারণ তিনি চান না তার জন্য প্রযোজকদের কোনো রকম ক্ষতি হোক। কিন্তু তিনি আরিয়ানের কাছাকাছি থাকতে চান। তাকে ছাড়া শাহরুখ শহরের বাইরে যাবেন না।

সর্বশেষ ২০১৮ সালে জিরোছবিতে দেখা গেছে শাহরুখ খানকে। এরপর একটা দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। ভক্তদের জিজ্ঞাসা ছিল, কবে ফিরবেন কিং খান। এরই মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গে পাঠানছবির ঘোষণা দেন। শুটিংও শুরু হয়েছিল। কিন্তু ছেলে জেলে যাওয়ায় কাজে ছেদ পড়ে। আবার শুরু হচ্ছে ছবির শুটিং। অন্যদিকে, দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির একটি ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। সেই ছবিতে শাহরুখের বিপরীতে থাকবেন দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার নয়নতারা।

জেডআই/

আর্কাইভ