• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

হিন্দির চেয়ে নিজের মাতৃভাষার ছবির প্রাধান্য দেন ধানুশ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৭:৩৪ পিএম

হিন্দির চেয়ে নিজের মাতৃভাষার ছবির প্রাধান্য দেন ধানুশ

বিনোদন ডেস্ক

দীর্ঘ সময় পর ‌‘আতরাঙ্গি রে’ দিয়ে বলিউডে ফিরেছেন তামিল ছবির জনপ্রিয় অভিনেতা ধানুশ। এর আগে বলিউড ছবি ‘রাঞ্ঝানা’তে দেখা গিয়েছিল এ অভিনেতাকে। দীর্ঘসময় পর ফের হিন্দি ছবিতে কাজ করছেন তিনি। ছবি দুটির পরিচালক আনন্দ এল রাই।

ধানুশ জানিয়েছেন, ভালো চিত্রনাট্যের সঙ্গে প্রচুর হিন্দি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু নিজের মাতৃভাষার ছবির কাজকেই বেশি প্রাধান্য দেন এই অভিনেতা। ধানুষের ভাষায়- ‘তামিল ছবি ছেড়ে আমি অবশ্যই হিন্দি ছবিকে বেছে নেব না। আমার হৃদয় ও আত্মা জড়িয়ে আছে আমার মাতৃভাষায়। আমি তামিল ছবিকেই প্রাধান্য দিই। ভালো গল্প ও পরিচালক পেলে আমি হিন্দি, তেলেগু, মালায়লম, মারাঠিসহ যেকোনো ভাষার ছবিতে কাজ করতে রাজি। আমরা সবাই একই ইন্ডাস্ট্রির, সেটি হলো ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রির ভালো ছবি করতে প্রত্যেক সুযোগ আমি নিতে চাই। কিন্তু আমার মাতৃভাষার মধ্যেই আমার আত্মা জড়িয়ে আছে।’

‘আতরাঙ্গী রে’তে সারা আলী খানকে সহশিল্পী হিসেবে পেয়েছেন ধানুশ। তিনি জানিয়েছেন, এক বছর আগে এই ছবির প্রস্তাব পেয়েছেন। পরিচালক তাকে বলেছেন, তিনি ধানুশকে নিয়েই ছবি বানাতে চান। সেজন্য এই অভিনেতা আগেই থেকেই শিডিউল ঠিক করে রেখেছিলেন।

অর্ণব/এম. জামান

আর্কাইভ