• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

তারিক আনামকে জড়িয়ে কাঁদলেন সিয়াম

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৩:৪১ এএম

তারিক আনামকে জড়িয়ে কাঁদলেন সিয়াম

বিনোদন প্রতিবেদক

দেশি চলচ্চিত্রে নানামুখী সংকট চলছে। কমেছে নতুন সিনেমার মুক্তি, চলচ্চিত্র ব্যবসায় নেমেছে ধস। সিনেমার গল্পের ধারাবাহিকতা নেই। হারিয়ে যাচ্ছে পারিবারিক আবহের গল্প। তবে বছরের শেষ দিকে এসে বাংলা সিনেপ্রেমী দর্শকরা পেতে যাচ্ছেন সম্পূর্ণ পারিবারিক গল্পের সিনেমা। আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিল সিনেমার অভিনয়শিল্পী ও নির্মাতাসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

প্রদর্শনী শেষে প্রবীণ অভিনেতা তারিক আনাম খানকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন সিয়াম। তখন অনুজের পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন এই অগ্রজ।

সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও সিয়াম। পর্দায় নিজেদের অভিনয় দেখে একেবারেই যেন গল্পে ঢুকে গিয়েছিলেন। তাই আবেগ ধরে রাখতে পারেননি তারা।

দর্শকদের অনুরোধ করে সিয়াম আহমেদ বলেন, ‘সবাই বাবাকে নিয়ে সিনেমাটি দেখবেন। এটা আপনার আমার সবার গল্প। আমি নিজেও বাবাকে নিয়ে দেখেছি। এতটুকু বলতে পারি কেউ নিরাশ হবেন না।’

প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘ঠিক কবে এমন দুই ঘণ্টা প্রেক্ষাগৃহে বসে নিজ দেশের সিনেমা দেখেছি ঠিক মনে নেই। তবে পুরো সময়জুড়ে এই সিনেমাটি আমি উপভোগ করেছি। গল্প ও সবার অভিনয় দারুণ ছিল। আমার অত্যন্ত ভালো লেগেছে। গল্পের যে বিকল্প নেই তা এই সিনেমায় দেখিয়েছে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাব।’

সিনেমাটিতে বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে আবেগ, ভালোবাসা, স্নেহ ও অনুশাসনের উলটো দিক সম্পর্কে ছেদ তৈরি করে। সুন্দর একটি সম্পর্কে বেশ ভালোই চলছিল মৃধা পরিবারের সংসার। তবে এই পরিবারের একমাত্র সন্তানের সুইডেন প্রমোশন নিয়ে যত বিপত্তি। বাবা ছেলের মধ্যে ফাটল ধরে। বাবা মামলা করেন ছেলের বিরুদ্ধে। ছেলেও তার শেষ দেখতে চান। একঘরে শুরু হয় দুই পরিবারের বসবাস। চলে বাবা ছেলের লড়াই। এই লড়াইতে কে হারবে, কে জিতবে? সেই প্রশ্নের উত্তর মিলবে ২৪ ডিসেম্বর (শুক্রবার) প্রেক্ষাগৃহে।

অর্ণব/ডা

আর্কাইভ