• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পানামা পেপারস কাণ্ডে ঐশ্বরিয়াকে ইডির তলব

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১০:৫৫ পিএম

পানামা পেপারস কাণ্ডে ঐশ্বরিয়াকে ইডির তলব

বিনোদন ডেস্ক

পানামা পেপারস কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য ঐশ্বরিয়া রায় বচ্চনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার (২০ ডিসেম্বর) তাকে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রাক্তন বিশ্বসুন্দরীকে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করেছে ইডি।

এর আগেও দুইবার ঐশ্বরিয়াকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দুইবারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণও করেছিল ইডি। কিন্তু এবার তারা ঐশ্বরিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে সূত্রের দাবি।

ইডি সূত্রের খবর, ঐশ্বরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। সেসব নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ঐশ্বরিয়া হাজিরা দেবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার ওপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। ওই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চনও।

বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কাণ্ডের তদন্ত করছে। দেশের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল। এক শীর্ষ আয়কর আধিকারিক জানিয়েছেন, জোরকদমে তদন্ত চলছে। একাধিক দেশ থেকে এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপারস ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামা কাণ্ডের তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি ‘টাস্কফোর্স। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ