• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সামান্তার গানে পুরুষদের নেতিবাচক উপস্থাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৫:১১ পিএম

সামান্তার গানে পুরুষদের নেতিবাচক উপস্থাপন

বিনোদন ডেস্ক

অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়ে ঝামেলায় পড়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। ‘ও আন্তাভা’ শিরোনামের একটি গানে নেচেছেন সামান্থা। মাত্র দুই দিনে ইউটিউবে শুধু তেলেগু সংস্করণটিই দেখা হয়েছে প্রায় ২০ মিলিয়ন। সম্প্রতি এ গানটি মুক্তি পাওয়ার পর মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। তার এই গান নিয়ে আপত্তি তোলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সামান্থার এই গানের কথাগুলো পছন্দ হয়নি অন্ধ্রপ্রদেশের একটি পুরুষ সংস্থার। তাদের অভিযোগ, গানটিতে পুরুষদের লজ্জাহীন, যৌন পিপাসু হিসেবে উপস্থাপন করা হয়েছে। গানের কথায় বলা হয়েছে, মেয়েরা ঘর থেকেই বেরিয়ে পুরুষদের কারণে হয়রানির শিকার হন। পুরুষেরা নারীদের নিয়ে আজেবাজে মন্তব্য করে। শাড়ি কিংবা ছোট পোশাক যাই পরুক- নারী হয়রানির শিকার হবেই। ফর্সা মেয়েদের পেছনে পুরুষেরা ছোটেশ্যামবর্ণের মেয়েরাও পুরুষদের কারণে হয়রানির শিকার হন।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকিব আলম। সুর করেছেন দেবী শ্রী প্রসাদ।

‘পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়লাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

অর্ণব/এম. জামান

আর্কাইভ