• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ইলিয়ানার বিকিনি লুকে মোহিত নেট দুনিয়া

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:০৮ পিএম

ইলিয়ানার বিকিনি লুকে মোহিত নেট দুনিয়া

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এই নায়িকা। নীল পানিতে ছুটি কাটানোর ছবি নিজের ইনস্টাগ্রামে লাগাতার পোস্ট করে চলেছেন তিনি। তার সাহসী ছবি দেখে মোহিত গোটা নেট দুনিয়া। 


ইলিয়ানাকে সাদা বিকিনিতে সানবাথ নিতে দেখা গেছে। তিনি মালদ্বীপের বিচে শুয়ে ছুটির আমেজ নিচ্ছেন। বিকিনি লুকে ইলিয়ানার এই ছবি ভক্তকুলের হৃদয়ে ভালো রকম দোলা দিয়েছে। তা তাদের ইমোজি ও কমেন্ট থেকেই বোঝা যাচ্ছে।


এ ছাড়া নিজের বিকিনি লুকে ইলিয়ানা আরও কিছু নতুন ছবি পোস্ট করেছেন। যাতে তাকে মালদ্বীপের বিচ সংলগ্ন এলাকায় জলের মধ্যে উল্টো হয়ে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। তাতে তিনি বেশ উপভোগ করছেন তা বোঝা যাচ্ছে। ছবিগুলো একটু দূর থেকে নেয়া হয়েছে, তাকে জলের মধ্যে জলপরীদের মতো লাগছে।


আরেকটি ছবিতে দেখা যায়, বিচে রেড বিকিনি পরে আছেন ইলিয়ানা। যেখানে তিনি মাস্তির মুডে রয়েছেন বলে মনে হচ্ছে। ইলিয়ানার এই ছবি ফ্যানদের খুব পছন্দ হয়েছে।

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ