• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

স্বাধীন করতেই তথাগতকে মুক্তি দিয়েছি : দেবলীনা

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০১:১২ এএম

স্বাধীন করতেই তথাগতকে মুক্তি দিয়েছি : দেবলীনা

বিনোদন ডেস্ক

টালিগঞ্জের সবচেয়ে সুখী দম্পতি হিসেবে পরিচিত তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত জুটি। আট বছরের দাম্পত্যে পূর্ণচ্ছেদ পড়ে গেছে হঠাৎই। গত ১ ডিসেম্বর তাদের আলাদা হয়ে যাওয়ার খবর শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুখী দম্পতির এমন পরিণতি মেনে নিতে পারেননি অনেকেই।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার দেবলীনা দত্তের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে দাম্পত্য জীবন এবং তথাগতর সঙ্গে বিচ্ছেদের বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী।

তথাগত আপনাকে ব্যাখ্যা করতে গিয়ে ‘ইউনিকর্ন ছবির ‘অপালার কথা লিখেছেন। যে নারী স্বাধীনতা খোঁজে নিজের মধ্যে, অন্যের মধ্যে নয়। তাই বিচ্ছেদ?-এমন প্রশ্নের উত্তরে দেবলীনা বলেন, ‘আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি তথাগতর মুখ চেয়ে। নিজের জন্য নয়। আবারও বলছি, আমি তথাগতর সঙ্গে সবচেয়ে সেরা সময় কাটিয়েছি। ইদানীং, তথাগতর জীবনযাপনে আরও স্বাধীনতার দরকার হয়ে পড়ছিল। সেটা বুঝেই সরে এসেছি। ওকে স্বাধীন করতেই আমি ওকে মুক্তি দিয়েছি!’

দীর্ঘ আট বছর পরে আলাদা হওয়ার ব্যাপারে দেবলীনা বলেন, ‘বিষয়টি এতটাই ব্যক্তিগত যে বাইরের কারও কাছে আমি এ নিয়ে একটি শব্দ খরচ করব না। আমার কিচ্ছু বলার নেই।’

এদিন দেবলীনাকে প্রশ্ন করা হয়- ভালোবাসার টানে তথাগত যদি আবার ফিরে আসেন? মেনে নেবেন? উত্তরে তিনি বলেন, ‘এই উত্তর সময় দেবে। কারণ, তথাগত যদি ফেরে তখনও আমারও কি ওর প্রতি আগের মতোই প্রেম রয়েছে? এটা সবার আগে বিবেচ্য। প্রেম থাকলে অবশ্যই ওকে গ্রহণ করব। দেরি করে ফিরলে আমাকেও ভাবতে হবে।’

সাক্ষাৎকারে নিজেকে শক্ত রাখতে কী করছে, এ ব্যাপারে দেবলীনা বলেন, ‘অভিনয়ের সঙ্গে আবার নতুন করে প্রেম করছি। মাঝে সেই প্রেমটা যেন ফিকে হয়ে গিয়েছিল। কালার্সের ‘ত্রিশূল ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছি। ছবি পরিচালনার কথা ভাবছি। নিজের ইউটিউব ঢেলে সাজানোর আয়োজন করছি। মায়ের দেখাশোনা করছি। আর তিনটি সারমেয় সন্তান আমার। বাড়িতে পা রাখলেই ওরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে।

বিচ্ছেদের পর তথাগত বলেছেন, ‘দাম্পত্য ভাঙলেও বন্ধুত্ব অটুট!’ কিন্তু দেবলীনা বলেন, ‘ভুল বলেছে। নিতান্তই কেজো কারণে দেখা হলেও হতে পারে। যেমন, পোষ্য নিয়ে কথা। যেমন, ব্যাংক বা অফিসিয়াল কোনো কাজ। ডাক এলে তথাগতর সঙ্গে পর্দা ভাগ করতেও আপত্তি নেই। আমার ছবিতে ওর মতো কোনো চরিত্র থাকলে অবশ্যই ডাকব। কিন্তু জীবনে কেউ আর কোনো দিন তথাগতর সঙ্গে দেবলীনাকে কোথাও আড্ডা মারতে দেখবেন না! ওর পরিচালনায় অভিনয়ও করব না।’

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ