• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রতিমন্ত্রীর উদ্দেশে যা বললেন ফারুকী

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৪:৪২ এএম

প্রতিমন্ত্রীর উদ্দেশে যা বললেন ফারুকী

বিনোদন প্রতিবেদক

বিকৃত ও যৌন হয়রানিমূলক বক্তব্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করাসহ সাম্প্রতিক নানা সমালোচিত মন্তব্যের কারণে নেট দুনিয়ায় তোপের মুখে পড়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এ ঘটনায় ইতোমধ্যে তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মীরা। এ ছাড়া সম্প্রতি দেশের প্রথম সারির এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের ‘অশ্লীলফোনালাপও ভাইরাল হয়েছে।

বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এক ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ জানিয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।

তিনি লিখেছেন, ‘আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন। তার পরদিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন যাতে তারা কারও সঙ্গে ব্যবহার খারাপ না করেন। তার পরদিন শুনলাম উনি রেপ করার থ্রেট দিচ্ছেন কাউকে। এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন ‘

ফারুকী লেখেন, ‘এইসব দেখিয়া শুনিয়া একজন নাগরিক হিসেবে আমি যার পর নাই ক্ষুব্ধ। মন্ত্রিসভার অন্য সদস্যরা এখন মুরাদের সঙ্গে এক টেবিলে বসতে লজ্জা বোধ করবেন। এই ছোট্ট জীবনে আমার সুযোগ হইছে দুয়েকজন মন্ত্রী দেখার। আমি বিশ্বাস করি তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক।’

এস/এএমকে

আর্কাইভ