• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চুপিসারে মালদ্বীপ গেলেন অর্জুন-মালাইকা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১০:৫৮ পিএম

চুপিসারে মালদ্বীপ গেলেন অর্জুন-মালাইকা

বিনোদন ডেস্ক

মালদ্বীপে নির্জনে একসঙ্গে সময় কাটাচ্ছেন বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। কাজের ব্যস্ততার মাঝে অবসর যাপনের জন্য এ জুটি উড়ে গেছেন মালদ্বীপে। আপাতত সেখানের ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় ভরা। যদিও একসঙ্গে কোনো ছবি শেয়ার করেননি তারা। তবে একার ছবি জমিয়ে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। খবর : পিংকভিলা।

এই জুটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে মালদ্বীপ ভ্রমণের দৃশ্য দেখা যায়। শুক্রবার (৩ ডিসেম্বর) কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন মালাইকা। একটিতে দেখা যায়, নীল জলে ভাসছে প্রমোদতরী। তাতে বিকিনি পরে শুয়ে আছেন মালাইকা। আরেকটি ছবিতে নীল জল আর আকাশের মিলন ধরা দিয়েছে।

অন্যদিকে একটি সেলফিতে অর্জুন কাপুরের আধখানা মুখ দেখা যায়। তাতে এ অভিনেতা প্রশ্ন করেছেন—‘আমি কোথায়?’ এ ছাড়াও সমুদ্র সৈকত, রিসোর্টের একাধিক ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। তবে দুইজনে একসঙ্গে তোলা কোনো ছবি শেয়ার করেননি এই যুগল।

এ ব্যাপারে ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চুপি চুপি মালদ্বীপে পাড়ি জমিয়েছেন অর্জুন-মালাইকা। একের পর এক ছবি পোস্ট করছেন। মুখে কিছু না বলেও বুঝিয়ে দিয়েছেন তারা একসঙ্গেই রয়েছেন।

মালাইকা-অর্জুনের বাগদান-বিয়ের খবর বহুবার চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন মালাইকা। সম্প্রতি এ অভিনেত্রীর পাশে একটি ফ্ল্যাট কিনেছেন অর্জুন কাপুর। গুঞ্জন রয়েছে খুব শিগগিরই বিয়ে করবেন তারা। কিছু দিন আগে এ বিষয়ে মালাইকা বলেন— ‘আমরা এখনও বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ