• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

অরুণিমাকে হত্যার হুমকি দেয়ায় যুবক গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০১:০২ এএম

অরুণিমাকে হত্যার হুমকি দেয়ায় যুবক গ্রেফতার

বিনোদন ডেস্ক

টালিগঞ্জের অভিনেত্রী অরুণিমা ঘোষ। সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পেলেও এখন ব্যস্ত রয়েছেন চলচ্চিত্র নিয়ে। শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তার '১৭ সেপ্টেম্বর' ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

এই অভিনেত্রী এখন রয়েছেন হুমকির মুখে। ইনস্টাগ্রামে ফলো করা এক ব্যক্তি দুই বছর ধরে তার পেছনে পড়েছে। নানাভাবে বিরক্ত করছে। শুধু তাই নয়, ফোন নাম্বার জোগাড় করে অনবরত বিরক্ত করেই যাচ্ছে এই অভিনেত্রীকে। এমনকি পরিবারের সদস্যদেরও হত্যা করার ভয় দেখানো, এসিড ছুড়ে আক্রমণ করার হুমকি দিয়েছে ওই ব্যক্তি।

রোববার (২৯ নভেম্বর) রাতে অরুণিমার বাড়ি পর্যন্ত পৌঁছে যান সেই যুবক। আতঙ্কিত অরুণিমা তখনই পুলিশের কাছে যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। পরে অরুণিমার বাড়ির সামনে থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

অরুণিমা অভিযোগ করে বলেন, ‘২০১৯ সাল থেকে টানা এই সমস্যা চলছে। ছেলেটির দাবি, সে নাকি আমাকে ভালোবাসে। এ দিকে আমাকে ফোন করে হুমকি দেয়। আমার মা, মাসী এবং ছোট ভাইকে নিয়ে নানা অশ্লীল কথাবার্তা বলে। আর কত সহ্য করব?’

অরুণিমা জানান, এর আগেও দুইবার সেই যুবকের হাজতবাস হয়েছে। একবার ১১ দিনের জন্য, আর একবার সাত দিনের জন্য জেলে কাটিয়ে এসেছে সে। গ্রেফতার হওয়া যুবকের জন্য অরুণিমা একবার শুটিং বাতিল করেছিলেন, একবার বেড়াতে যেতে পারেননি। সব বাতিল করে ছেলেটিকে গ্রেফতার করানোর জন্য অরুণিমাকে ম্যাজিস্ট্রেটের কাছে ছুটতে হয়েছিল।

অরুণিমা আরও জানান, তার ফোন নম্বর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এই যুবক। অচেনা-অজানা মানুষদের কাছ থেকে নানাবিধ বার্তা এবং ফোন আসছে।

অরুণিমা বললেন, ‘আমার প্রেমিক নেই। যদি থাকত, তাহলে এ ছেলেটি তাকেও আক্রমণ করার চেষ্টা করত! আমার সঙ্গে কারও ছবি দেখলেই আমাকে গালিগালাজ করতে থাকে। আমি চাই ওর মানসিক চিকিৎসা করানো হোক।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ