• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নুসরাত ও যশের সম্পর্কে নতুন গুঞ্জন!

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১১:১৮ পিএম

নুসরাত ও যশের সম্পর্কে নতুন গুঞ্জন!

বিনোদন ডেস্ক

টালিগঞ্জের সিনেমা পাড়ায় এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। গেল সপ্তাহে স্বামী নিখিল জৈনর সঙ্গে চূড়ান্তভাবে বিচ্ছেদ হয়েছে তার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগেই তিনি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ইতিপূর্বে যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। সেই সন্তানের বয়স এখন ৬ মাস।

সম্প্রতি এই জুটির এক ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তাদের দুজনের পোস্ট দেখে নেটিজেনরা ধারণা করছেন, হঠাৎ দুজনের মধ্যে তিক্ততা তৈারি হয়েছে। একে-অপরকে সহ্য করতে পারছেন না তারা।

নুসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন। সেখানে লেখা, ‘যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হলো সেই ঘর, যেটা ভালোবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!’

মূলত নুসরাতের এমন ইঙ্গিতপূর্ণ বার্তার পরই গুঞ্জন শুরু হয় টালিউড পাড়ায়। এর মধ্যেই আগুনে ঘি ঢালেন যশ। তিনিও ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।

যশ ও নুসরাতের দুটি পোস্টের সমীকরণ খুব সোজা। তাদের সম্পর্কে কলহ কিংবা তিক্ততা এসেছে, বোঝাই যাচ্ছে। নেটিজেনরা বলাবলি করছেন, চিড় ধরেছে দুই তারকার মধুর ভালোবাসায়।

এর আগে নুসরাত বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। নিখিলের সঙ্গে বিচ্ছেদ হলেও নিখিল কদিন আগেই জানিয়েছেন, তিনি এখনও নুসরাতকে ভালোবাসেন।

এস/এএমকে

আর্কাইভ