• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিশেষ দিনে স্বামীকে নিয়ে যা বললেন সানা খান

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৩:২৪ এএম

বিশেষ দিনে স্বামীকে নিয়ে যা বললেন সানা খান

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী সানা খান ইসলামের টানে তার ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন গত বছরের অক্টোবরে। তার পর থেকেই ইসলামের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি পর্দার বিধানও পালন করছেন এ অভিনেত্রী। এরপর একই বছরের ২০ নভেম্বর ভারতের গুজরাটের সুরাটের ব্যবসায়ী মাওলানা মুফতি আনাস সাইয়িদকে জীবনসঙ্গী করেন।


সেই হিসেবে শনিবার তাদের প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্বামীর প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সানা। স্বামীর সঙ্গে বোরকা পরে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাদের পেছনে রয়েছে পবিত্র কাবা শরীফের ছবি।


ক্যাপশনে সানা লিখেছেন, ‘আমি আপনার দ্বীন, আখিরাত ও এর মধ্যবর্তী সবকিছুর জন্য প্রার্থনা করি, যেমন আমি আমার জন্য করি। ঠিক যেমন আমি নিজের জন্য প্রার্থনা করি, তেমনি আপনার জন্যও প্রার্থনা করছি। কারণ আমি নিজের জন্য যা চাই, আপনার জন্যও তাই চাই।


শিগগিরই হজ করার ইচ্ছা পোষণ করেছেন সানা। লিখেছেন, ‘আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, পাপের কাছে নয়। আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। সৈয়দ আনাস, পেছনের ছবির (কাবা শরীফ) মতো বাস্তবে সবকিছু হওয়ার জন্য অপেক্ষা সইছে না। ইনশাআল্লাহ।


উল্লেখ্য, ২০০৫ সালে ইয়ে হ্যায় হাই সোসাইটিসিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টিরও বেশি সিনেমায় তাকে দেখা গেছে।

জেডআই/এএমকে

আর্কাইভ